কলকাতা : বছরের পর বছর চলে যায়। ইস্টবেঙ্গলের (East Bengal) ছবি পাল্টায় না। কলকাতা লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল লাল-হলুদ। রেনবোর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। সারা ম্যাচে গোলই করতে পারল না বিনো জর্জের ছেলেরা। লিগ শুরুর আগেই স্ট্রাইকারের খোঁজ করছিলেন বিনো। লিগের (CFL 2023) প্রথম ম্যাচেই বোঝা গেল ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা। পক্সের কারণে ছিলেন না জেসিন। স্ট্রাইকারে খেলেন নিয়াস। একের পর এক গোল নষ্ট করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। সিনিয়র দল থেকে রিজার্ভ দলে আসা সার্থক গোলুই, তুহিন দাসদের জঘন্য পারফরমেন্স। ফুটবলারদের মধ্যে কোনও বোঝাপড়াই নেই। দলের বেহাল দশা ঢাকতে মরিয়া চেষ্টা চালালেন কোচ বিনো জর্জ। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
ম্যাচ শেষে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘প্র্যাকটিসের পর্যাপ্ত সময় পাইনি। চোট, আঘাতের পাশাপাশি দুই ফুটবলার চিকেন পক্সে আক্রান্ত। গোটা ম্যাচ আমরা দাপিয়ে খেলেছি। একজন ভালো স্ট্রাইকার থাকলে ম্যাচ জিতে ফিরতাম। পরের ম্যাচে ভুল শুধরে মাঠে নামব।’ অভিজ্ঞ সার্থককে আড়াল করে বিনো বলেন, ‘দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে।’
চ্যাম্পিয়ন তো দূর, সুপার সিক্সে কোয়ালিফাই করবে তো ইস্টবেঙ্গল? প্রথম দিনের খেলা দেখার পরই প্রশ্ন তুলে দিলেন সমর্থকরা। কোচ বিনো জর্জ এখনও চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছেন।
সমস্ত দল যখন কলকাতা লিগের জন্য আগে ভাগে ঘর গুছিয়ে নিল, ইস্টবেঙ্গল তখনও ঢিলেমি করে চলে। এমনকি অনুশীলন থেকে ফুটবলার ট্রায়াল সব কাজেই গয়ংগচ্ছ মনোভাব দেখা যায়। বাকি দুই প্রধান যখন দাপট দেখিয়ে লিগ শুরু করল, ইস্টবেঙ্গল তখন তিমিরেই পড়ে রইল। এ দিন ম্যাচের শুরুতে ঘাড়ে ও মাথায় গুরুতর চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন গোলকিপার আদিত্য পাত্র। এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আদিত্যকে ছেড়ে দেওয়া হয় বলে খবর। ১৭ তারিখ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের।