East Bengal: চরম হতাশার মাঝেও খুশির খবর ইস্টবেঙ্গলে
East Bengal Team: চোট কাটিয়ে সোমবার শহরে আসছেন জর্ডন এলসে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অজি ডিফেন্ডার। এরপর বাকি মরসুমের জন্যই ছিটকে যান তিনি। আইএসএলেও এলসের সার্ভিস পাননি কুয়াদ্রাত। যদিও এলসের বদলি হিজাজি মাহের দলের রক্ষণকে ভরসা জুগিয়েছেন। সঙ্গী পারদোর সঙ্গে জুটি বেঁধে সুপার কাপও দিয়েছেন ইস্টবেঙ্গলকে। তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা।

কলকাতা: সুপার কাপের পর আচমকাই দলের পারফরম্যান্স গ্রাফ নীচে নেমেছে। দল ছেড়েছেন বোরহা। চোটে ছিটকে গেছেন পারদো। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে সাউল ক্রেসপো। দলের কম্বিনেশন ঘেঁটে গিয়েছে। হায়দরাবাদ ম্যাচ জিতলেও এই মাসেই আইএসএলের তিনটে ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। সম্প্রতি জামশেদপুরের বিরুদ্ধে ১-০ এগিয়ে থেকেও ১-২ হেরেছে কুয়াদ্রাতের দল। নতুন বিদেশি ডিফেন্ডার আলেকসান্দর প্যান্টিচ খেললেও, দল জেতেনি। সোমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। সুপার সিক্সের রাস্তাও বেশ কঠিন। এসবের মাঝেই খুশির খবর লাল-হলুদে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চোট কাটিয়ে সোমবার শহরে আসছেন জর্ডন এলসে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন অজি ডিফেন্ডার। এরপর বাকি মরসুমের জন্যই ছিটকে যান তিনি। আইএসএলেও এলসের সার্ভিস পাননি কুয়াদ্রাত। যদিও এলসের বদলি হিজাজি মাহের দলের রক্ষণকে ভরসা জুগিয়েছেন। সঙ্গী পারদোর সঙ্গে জুটি বেঁধে সুপার কাপও দিয়েছেন ইস্টবেঙ্গলকে। তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা। এলসে ফেরার খবরে অবশ্যই খুশির খবর লাল-হলুদে।
শহরে আসার পর রিহ্যাব শুরু করবেন জর্ডন এলসে। বাকি মরসুমও অনুশীলন করবেন। তবে এ বারের আইএসএলে তাঁর খেলার সম্ভাবনা আর নেই (বিরাট অঘটন না ঘটলে)। কারণ আইএসএলের জন্য ৬ জন বিদেশিকে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে অনুশীলনে এলসেকে পরখ করে সামনের মরসুমের জন্য প্ল্যানিং সাজিয়ে রাখতে চান কুয়াদ্রাত।





