লগ্নিকারী সংস্থার চিঠি, আলোচনায় সমাধান সূত্র খুঁজছে ক্লাব

May 28, 2021 | 9:41 PM

ক্লাবের তরফ থেকে বয়ানে বলা হয়েছিল, টার্মশিটে যা লেখা আছে তার ভিত্তিতেই চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে আগ্রহী তারা। টার্মশিটের অনুপাতেই যে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করা হয়, তার একটা কপি পাঠানো হয় বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে।

লগ্নিকারী সংস্থার চিঠি, আলোচনায় সমাধান সূত্র খুঁজছে ক্লাব
লগ্নিকারী সংস্থার চিঠি, আলোচনায় সমাধান সূত্র খুঁজছে ক্লাব

Follow Us

কলকাতা: ইস্টবেঙ্গলকে (East Bengal) চিঠি পাঠাল লগ্নিকারী সংস্থা। গত ২৫মে লগ্নিকারী সংস্থাকে চিঠির উত্তর দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা। টার্মশিট (Term Sheet) আর মূল চুক্তিপত্রে কোথায় অসঙ্গতি তা জানতে চেয়ে ক্লাবকে চিঠি পাঠিয়েছিল বিনিয়োগকারী সংস্থা। তার উত্তর লগ্নিকারী সংস্থাকে দিলেও তাতে মোটেও সন্তুষ্ট হননি শ্রী সিমেন্টের (Shree Cement) ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর (Hari Mohan Bangur)। আজ ইস্টবেঙ্গলকে ফের চিঠি পাঠায় লগ্নিকারী সংস্থা।

লগ্নিকারী সংস্থার চিঠি হাতে পাওয়ার পরই আলোচনায় বসেন ক্লাবের কর্মকর্তারা। ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার টিভি নাইন বাংলাকে বলেন, ‘চুক্তিপত্রে সই করতে তো চাই আমরা। বলিনি তো যে সই করব না। শুধু এটাই বলেছি, চুক্তিপত্রটা ঠিক করুন। ওদের চিঠি পেয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছি। তাদের পরামর্শ পাওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। চুক্তিপত্রে সই করার কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি বিনিয়োগকারী সংস্থা। ক্লাবকে কেন সেটা জানাচ্ছে না? আমরা তো শ্রী সিমেন্টের সঙ্গে আলোচনায় বসতে চাইছি। সামনাসামনি আলোচনা হোক। কোথায় সমস্যা হচ্ছে সেটার সমাধান হয়ে যাবে তা হলে।’

বিনিয়োগকারী সংস্থার তরফ থেকে এ প্রসঙ্গে টিভি নাইন বাংলাকে সাফ জানানো হয়, ‘আলোচনার কোনও জায়গা নেই। আমাদের অবস্থান একই জায়গায় আছে। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার তো কিছু নেই। অষ্টম আইএসএলে খেলতে গেলে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে। গত ১৭মে তার শেষ দিন ছিল। কোভিড পরিস্থিতির জন্য তার সময়সীমা বাড়িয়েছে এফএসডিএল (FSDL)। ক্লাব যতদিন না চূড়ান্ত চুক্তিপত্রে সই করে আমাদের পাঠাচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এফএসডিএলকে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে পারব না। কিসের ভিত্তিতে খরচ করব? তাই চিঠিতে আমরা কোনও সময়সীমা বেঁধে দিইনি।’

ক্লাবের তরফ থেকে বয়ানে বলা হয়েছিল, টার্মশিটে যা লেখা আছে তার ভিত্তিতেই চূড়ান্ত চুক্তিপত্রে সই করতে আগ্রহী তারা। টার্মশিটের অনুপাতেই যে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করা হয়, তার একটা কপি পাঠানো হয় বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে। ১ সেপ্টেম্বর ক্লাব আর বিনিয়োগকারী সংস্থার মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই কপি অ্যাটাচ করে পাঠানো হয়েছে চিঠিতে। ২৪ মার্চ টার্মশিটের অনুপাতে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করা হয়। তার আরেকটা কপি পাঠানো হয় লগ্নিকারীর সংস্থার তরফ থেকে। চূড়ান্ত চুক্তিপত্রে ক্লাব সই না করলে লগ্নিকারী সংস্থার তরফ থেকে আর এগোন সম্ভব নয়। সেটাও জানিয়ে দেওয়া হয় চিঠিতে।

আরও পড়ুন: বিগ থ্রি-র কাছে ঐতিহাসিক ফরাসি ওপেন

Next Article