বিগ থ্রি-র কাছে ঐতিহাসিক ফরাসি ওপেন

ফরাসি ওপেনে (French Open) পুরুষদের সিঙ্গলসের ক্রীড়াসূচি এ বার এমন হয়েছে, যেখানে টেনিসের (Tennis) তিন মহারথীকে একসঙ্গে দেখা যাবে।

বিগ থ্রি-র কাছে ঐতিহাসিক ফরাসি ওপেন
বিগ থ্রি-র কাছে ঐতিহাসিক ফরাসি ওপেন
Follow Us:
| Updated on: May 28, 2021 | 8:47 PM

ফরাসি ওপেনে (French Open) পুরুষদের সিঙ্গলসের ক্রীড়াসূচি এ বার এমন হয়েছে, যেখানে টেনিসের (Tennis) তিন মহারথীকে একসঙ্গে দেখা যাবে। কারণ ক্রীড়াসূচির একই অর্ধে রাখা হয়েছে রজার ফেডেরার (Roger Federer), রাফায়েল নাদাল (Rafael Nadal) ও নোভাক জকোভিচকে (Novak Djokovic)। অর্থাৎ এখনই পরিস্কার, ফাইনালের আগেই দুই মহারথী বিদায় নেবেন টুর্নামেন্ট থেকে। তিনজনের মধ্যে একজনই ফাইনালে উঠতে পারবেন।

ক্রীড়াসূচির দ্বিতীয় অর্ধে দু’বারের রানার্স আপ ডমিনিক থিয়েম রয়েছেন। জার্মানির আলেকজান্ডার জেরেভেও রয়েছেন। থিয়েমের সঙ্গে কোয়ার্টার ফাইনালে জেরেভের দ্বৈরথ দেখা যেতে পারে। টেনিসের তিন মহারথী এক অর্ধে থাকায়, কোনও তরুণ প্লেয়ারের কাছে সুযোগ থাকবে ফাইনালে ওঠার। থিয়েম, সিসিপাস নাকি জেরেভ? কে পাবেন সেই সুযোগ তা সময়ই বলবে।

তবে টেনিসের মহারথীদের দ্বৈরথ দেখা যাবে না ফরাসি ওপেনের ফাইনালে তা নিশ্চিত। ফেডেরার ও নাদাল দু’জনই ২০ টি গ্র্যান্ড স্লামের মালিক। জকোভিচের ঝুলিতে রয়েছে ১৮টি গ্র্যান্ড স্লাম। রোলাঁ গারোর রেকর্ড অনুযায়ী, রাফায়েল নাদালই কিন্তু জকোভিচ ও ফেডেরারের থেকে এগিয়ে শুরু করবেন এই টুর্নামেন্ট।

আরও পড়ুন: ফ্রি হিটের পাশাপাশি চালু হোক ফ্রি বল, দাবি অশ্বিনের