ইন্ডিয়ান সুপার লিগে হারের হ্যাটট্রিক। হেড কোচ কার্লেস কুয়াদ্রাত দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ ঠিক না হওয়া অবধি দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। কোচিং টিমে অবশ্য আর কোনও পরিবর্তন নেই। এ বার ফলে পরিবর্তন প্রয়োজন। গত মরসুমে দুর্দান্ত সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল। এ মরসুমে কিছুই ঠিক যাচ্ছে না। ডুরান্ড হোক বা এএফসি টুর্নামেন্ট। সাফল্য আসেনি। আইএসএলেও হারের হ্যাটট্রিক। ঘরের মাঠে হারের পরই সমর্থকদের গো-ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কার্লেসকে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের। অন্তরবর্তী কোচ বিনো জর্জ এবং ক্যাপ্টেন ক্লেটন সিলভা যা বলছেন।
আইএসএলে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। শনিবার ডাবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি জামশেদপুর ও ইস্টবেঙ্গল। বিনো জর্জ বলছেন, ‘ফুটবলারদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা রয়েছে। আমাদের দলও ভালো। নিজেদের স্টাইলেই ভালো ফুটবল খেলব। গত তিনটি ম্যাচে ভালো খেলতে পারিনি। অনেক ভুল করেছি। গত কয়েকদিন সেই ভুল শোধরানো হয়েছে। আমার বিশ্বাস, আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে টিম।’ কার্লেস কুয়াদ্রাত টিমের একটা ভিত গড়ে দিয়েছেন, সেটাকে অস্বীকার করছেন না বিনো। এ বার সেই ভিতের উপরই সাফল্যের অট্টালিকা গড়ার পথে এগোতে চান।
ক্যাপ্টেন ক্লেটন সিলভাও জামশেদপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসী। আইএসএলের এ মরসুমে এখনও গোলের খাতা খুলতে পারেননি ক্লেটন সিলভা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে সমর্থকদের পাশে চান। নতুন ম্যাচ নিয়ে ক্লেটন বলছেন, ‘সমর্থকরা মাঠে থাকলে অনেক সাহায্য পাই। সংখ্যায় কম হলেও ওদের সমর্থনে আমরা উজ্জীবিত হই। দু-বছর আগে জামশেদপুরে জয়ের পর সেই অনুভূতি পেয়েছিলাম। আশা করি, এ বারও সমর্থকরা গ্যালারিতে থাকবে।’ তিনি আরও যোগ করেন, ‘গত কয়েক ম্যাচে কী হয়েছে, সেটা নিয়ে না ভেবে ইতিবাচক থাকতে হবে।’