Mohun Bagan: আইএসএলের প্রথম মিনি ডার্বি, মুখোমুখি মোহনবাগান-মহমেডান

Oct 04, 2024 | 8:52 PM

Mohun Bagan vs Mohammedan SC: অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হারে অস্বস্তি বেড়েছে। মোহনবাগান কোচ হোসে মোলিনাও চাপে রয়েছে। সদ্য ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরেছেন কুয়াদ্রাত। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পারফরম্যান্স ভালো না হলে মোলিনার চাপ আরও বাড়বে।

Mohun Bagan: আইএসএলের প্রথম মিনি ডার্বি, মুখোমুখি মোহনবাগান-মহমেডান
Image Credit source: X

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে প্রথম মিনি ডার্বি। কলকাতা ডার্বির স্বাদ মিলবে অবশেষে। শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং। এ বারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে খেলছে মহমেডান স্পোর্টিং। অন্যদিকে, গত বারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান। টুর্নামেন্টে ডেবিউ মরসুমে নজর কাড়ছে সাদা-কালো ব্রিগেড। ফলে এই ম্যাচ আকর্ষণীয় হতে চলেছে, বলাই যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মিনি ডার্বির অপেক্ষায় কলকাতার ফুটবল প্রেমীরা।

আই লিগে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং। আইএসএলে তাদের অংশগ্রহণ নিয়ে অবশ্য নানা জটিলতা ছিল। মূলত আর্থিক দিক থেকে। তবে ঝড়ঝাপ্টা সামলে অবশেষে আইএসএলে খেলা শুরু করেছে। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেও ইনজুরি টাইমে গোল খায় সাদা-কালো ব্রিগেড। পরের ম্যাচে এগিয়ে থাকলেও আবারও ইনজুরি টাইমে গোল। তবে পয়েন্টের খাতা খুলেছিল মহমেডান স্পোর্টিং। তৃতীয় ম্যাচে অবশেষে ইতিহাস। অ্যাওয়ে ম্যাচে চেন্নায়িন এফসিকে হারিয়েছে মহমেডান স্পোর্টিং।

আইএসএলের অন্য়তম সফল টিম মোহনবাগান। নকআউট ট্রফি জিতেছে। শুধু তাই নয়, গত মরসুমে লিগ শিল্ডও জিতেছে মোহনবাগান। এ মরসুমে তাদের সবচেয়ে অস্বস্তি ডিফেন্স। তিন ম্যাচে সাত গোল খেয়েছে মোহনবাগান। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র দিয়ে অভিযান শুরু করলেও নর্থ ইস্টের বিরুদ্ধে জয়ে ফিরেছিল সবুজ মেরুন। যদিও অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে হারে অস্বস্তি বেড়েছে। মোহনবাগান কোচ হোসে মোলিনাও চাপে রয়েছে। সদ্য ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরেছেন কুয়াদ্রাত। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পারফরম্যান্স ভালো না হলে মোলিনার চাপ আরও বাড়বে।

এই খবরটিও পড়ুন

মহমেডান স্পোর্টিং এই ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নামবে। তাদের চিন্তা শেষ মুহূর্তের ডিফেন্স। প্রথম দু-ম্যাচে ইনজুরি টাইমে গোল খেয়েছিল তারা। চেন্নায়িনের বিরুদ্ধে সেই অস্বস্তি অনেকটাই কাটিয়ে উঠেছে। শেষ মুহূর্তে ডিফেন্ডাররা জান লড়িয়ে দিয়েছিলেন। যোগ্য দল হিসেবেই তিন পয়েন্ট। তবে মোহনবাগানের বিরুদ্ধে যুবভারতীতে লড়াই, সহজ নয়।

Next Article