কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ মরসুম এখনও অবধি ভালো-মন্দে কেটেছে ইস্টবেঙ্গলের। তবে গত কয়েক বছরের সঙ্গে তুলনা করলে পারফরম্যান্স ভালোই বলা যায়। ডুরান্ড কাপের ফাইনালেও উঠেছিল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগানের কাছে হারে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আইএসএলে প্রথম ছয়ে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী কার্লেস কুয়াদ্রাতের টিম। সামনে সুপার কাপ। ভুবনেশ্বরে কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। তার আগেই দলের তরুণ মিডফিল্ডারকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন প্লেয়ার নেওয়ার দিকে নজর দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের রাডারে রয়েছেন এক স্প্যানিশ স্ট্রাইকার। তেমনই ঘরোয়া ফুটবলারদের মধ্যেও অনেকেই কার্লেস কুয়াদ্রাতের নজরে। আক্রমণ ভাগে শক্তি বাড়ানোই যেন মূল লক্ষ্য। সুপার কাপের আগে তরুণ মিডফিল্ডার মোবাশির রহমানকে লোনে চেন্নায়িন এফসিতে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। আইএসএলে এ মরসুমে একটিই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোবাশির। তাও মাত্র ৭ মিনিট!
কেরিয়ারের বেশির ভাগ সময় জামশেদপুর এফসিতেই খেলেছেন মোবাশির। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই মিডিও। জামশেদপুর এফসিতে ২০১৮ মরসুম থেকে খেলেছেন। ইস্টবেঙ্গলে সই করার আগে জামশেদপুরের হয়ে ৫৩ ম্যাচে খেলেছিলেন। ২০২২-এ ইস্টবেঙ্গলে সই করেন। প্রথম মরসুমে অবশ্য ১৩টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন।
🚨𝐔𝐏𝐃𝐀𝐓𝐄🚨
Mobashir Rahman has been loaned out to Chennaiyin FC for the remainder of the season. We wish him all the best! pic.twitter.com/fBbYego1fm
— East Bengal FC (@eastbengal_fc) January 8, 2024
চোটে দীর্ঘদিন মাঠের বাইরে হরমোনজ্যোৎ খাবরা। সৌভিক চক্রবর্তীর মতো মিডফিল্ডার থাকায় সেই খামতি ধরা পড়ছে না। তবে নতুন প্লেয়ার যে প্রয়োজন এ বিষয়ে সন্দেহ নেই। এর জন্য অর্থেরও প্রয়োজন। তরুণ মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার অন্যতম কারণ অর্থ, এমনই মনে করা হচ্ছে। যাতে ভালো মানের ফুটবলার সই করানো যায় সেদিকেই নজর। ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া পোস্টে সমর্থকরাও সেই দাবিই তুলছেন। প্লেয়ার ছাড়া যেমন হল, নতুন প্লেয়ার নেওয়ার কাজটিও দ্রুত করা হোক, এমনই দাবি লাল-হলুদ সমর্থকদের।