Emami East Bengal: একই দিনে ৫ বিদেশিকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 12, 2022 | 10:15 PM

রিয়াল মাদ্রিদের যুব দলের এই স্প্যানিশ ডিফেন্ডার গত বছর ডুরান্ড জিতেছেন।

Emami East Bengal: একই দিনে ৫ বিদেশিকে সই করিয়ে চমক ইস্টবেঙ্গলের
Image Credit source: TWITTER

Follow Us

কলকাতা: দল গঠনে দেরি হচ্ছিল। ইতিউতি অনেক ফুটবলারের নামই শোনা যাচ্ছিল। ডুরান্ড কাপ শুরুর আগে অবশেষে একদিনে ৫ বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। তার মধ্যে রয়েছে আইএসএলে খেলা ৫ ফুটবলার। ইভান গঞ্জালেজকে (Ivan Gonzalez) আগেই সই করিয়েছিল ইস্টবেঙ্গল। স্টিফেন কনস্ট্যান্টাইনের (Stephen Constantine) সবুজ সংকেত পাওয়ার পর অবশেষে ইভানের সঙ্গে চূড়ান্ত সই করল ইমামি ইস্টবেঙ্গল। ইভান গঞ্জালেজ এর আগে আইএসএলে এফসি গোয়ার হয়ে খেলছেন। গোয়ার জার্সিতে শেষ দু বছরে ৩৬টা ম্যাচ খেলেছেন। রিয়াল মাদ্রিদের যুব দলের এই স্প্যানিশ ডিফেন্ডার গত বছর ডুরান্ড জিতেছেন।

 

জামশেদপুর এফসিতে ২ বছর খেলা অ্যালেক্স লিমাকে চূড়ান্ত করল ইস্টবেঙ্গল। আইএসএলে ৪১টা ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। জামশেদপুর এফসিকে শিল্ড জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লিমা। ৩৩ বছরের ব্রাজিলিয়ান মিডিওর চারটে অ্যাসিস্টও আছে আইএসএলে।

৩৫ বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভাও ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। শেষ দু’বছর বেঙ্গালুরু এফসির জার্সিতে ৩৭ ম্যাচে ১৬ গোল আর ৭টা অ্যাসিস্ট করেন ক্লেইটন।

ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোকে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল। লিথুয়ানিয়া আর মল্টার ক্লাবে খেলেছেন এলিয়ান্দ্রো। তাইল্যান্ডের ক্লাবেও খেলেছেন ব্রাজিলিয়ান ফুটবলার। গত দু’বছরে ২৩ গোল করেছেন এলিয়ান্দ্রো।

সাইপ্রাসের ডিফেন্ডার চারালাম্বোস কিরিয়াকৌকে দলে নিল ইমামি ইস্টবেঙ্গল। সাইপ্রাসের হয়ে ১১টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। সে দেশের ক্লাবের হয়ে বেশ কয়েকটা ঘরোয়া ট্রফিও জিতেছেন কিরিয়াকৌ‌।