ওয়েম্বলিতে আজ রাতের মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। চলতি ইউরোয় (Euro Cup) দুরন্ত ছন্দে ইংল্যান্ড (England)। প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছেন হ্যারি কেনরা। ইউক্রেনকে কোয়ার্টার ফাইনালে ৪ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসও তুঙ্গে গ্যারেথ সাউথগেটের ছেলেদের। জার্মানিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারানোর পরই আত্মবিশ্বাস বাড়ে স্টার্লিংদের। ঘরের মাঠে খেলার সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে চান হ্যারি কেনরা।
ইংল্যান্ডের ভরসা
১. রাহিম স্টার্লিং (পজিশন ফরোয়ার্ড) – ম্যাচ ৫, গোল ৩, অ্যাসিস্ট ১, সঠিক পাস ৮২ %
২. হ্যারি কেন (পজিশন ফরোয়ার্ড) – ম্যাচ ৫, গোল ৩, সঠিক পাস ৭০.২%
৩. হ্যারি ম্যাগুয়ের (পজিশন ডিফেন্ডার) – ম্যাচ ৩, গোল ১, বল উদ্ধার ১০, ক্লিয়ারেন্স ১৬, সঠিক পাস ৯৪.৭%
১৯৯২-র ইতিহাস ফিরিয়ে আনতে চায় ডেনমার্ক (Denmark)। হ্যারি কেন, স্টার্লিংদের আক্রমণ রুখতে রক্ষণে ভরসা সিমোন কেয়ার, ক্রিশ্চেনসেনরাই। ইউরোর প্রথম দুটো ম্যাচ হারার পরও স্বপ্নের কামব্যাক করেছে ড্যানিশরা। নিজেদের বিশ্বসাকে হাতিয়ার করেই ওয়েম্বলিতে ইংরেজদের হারাতে চান পলসেনরা।
ডেনমার্কের ভরসা
১. ডলবার্গ (পজিশন ফরোয়ার্ড) – ম্যাচ ৩, গোল ৩, সঠিক পাস ৭২.৩%
২. পলসেন (পজিশন ফরোয়ার্ড) – ম্যাচ ৪, গোল ২, সঠিক পাস ৬৫.৫%
৩. ক্রিশ্চেনসেন (পজিশন ডিফেন্ডার) – ম্যাচ ৫, গোল ১, বল উদ্ধার ৩০, ক্লিয়ারেন্স ৯, সঠিক পাস ৮৯.৬%
মাঠে নামার আগে উত্তেজনায় ফুটছে দুই শিবিরই। ১৯৬৬ বিশ্বকাপের পর বড় মঞ্চে সাফল্য নেই থ্রি লায়ন্সদের। গত বিশ্বকাপেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় হ্যারি কেনদের। অন্যদিকে ডেনমার্ক শিবিরে রয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেনের শুভেচ্ছাবার্তা, আর একরাশ আত্মবিশ্বাস। খাদের কিনারা থেকেও স্বপ্নের কামব্যাক করেছেন সিমোন কেয়াররা। মেগা সেমিফাইনালে বিশ্ব ফুটবলকে নতুন বার্তা দিতে তৈরি পলসেন, ডলবার্গরা।
আরও পড়ুন: Euro 2020: সস্ত্রীক এরিকসেনকে ইউরোর ফাইনাল দেখার আমন্ত্রণ উয়েফার