আল খোর : কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) অঘটনের অনেক উদাহরণ। আজ এমনই কিছু হবে না তো! শেষ অবধি অঘটন হয়নি। টুর্নামেন্টের ফেভারিট ইংল্য়ান্ডের বিরুদ্ধে নেমেছিল মার্কিন যুক্তরাষ্ট্র (ENG vs USA)। ফেভারিটের মতোই বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্য়ান্ড। প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে ৬-২ গোলে জিতেছে তারা। জোড়া গোল করেন বুকায়ো সাকা। এক ঝাঁক তরুণ ফুটবলার রয়েছেন ইংল্যান্ড শিবিরে। রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক হ্যারি কেনও। ইরান ম্যাচে চোট পেয়েছিলেন হ্য়ারি। ফিট হয়ে নামলেও পার্থক্য় গড়ে দিতে পারলেন না। মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্ডারডগ ধরা হলেও, তাদের হালকা নিলে ভুগতে হবে, এই প্রমাণ প্রথম ম্যাচেই পেয়েছিল গ্যারেথ বেলের ওয়েলস। এ বার টের পেল ইংল্যান্ডও। ম্যাচের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিনায়ক টাইলার অ্যাডামস প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুরেই জানিয়েছেন, ইংল্যান্ড বড় দল, তবে বড় দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তাঁদেরও রয়েছে। শুধু মুখে নয়, মাঠেও প্রমাণ করে দিলেন, কীভাবে ফেভারিট ইংল্যান্ডকেও আটকে দেওয়া যায়।
গত ম্যাচে জোড়া গোল করেছিলেন। এ দিন ছাপ ফেলতে ব্য়র্থ। তাঁর পরিবর্তে নামানো হল মার্কাস ব়্যাশফোর্ডকে।
ওয়েস্টন ম্যাকেনি এবং সের্গিনো ডেস্টের পরিবর্তে ব্রেন্ডন অ্যারনসন ও শাকিল মুর।
রহিম স্টার্লিংয়ের পরিবর্তে জ্যাক গ্রিলিশকে নামালেন সাউথগেট।
জুড বেলিংহ্য়ামের জায়গায় অভিজ্ঞ জর্ডন হেন্ডারসন।
মার্কিন যুক্তরাষ্ট্র অনবদ্য খেলছে। প্রথম ম্যাচে ৬ গোল দেওয়া ইংল্যান্ড প্লেয়াররা ক্রমশ ধৈর্য হারাচ্ছেন।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে প্রথমার্ধে গোলশূন্য থাকা শেষ পাঁচ ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। এই ম্যাচেও প্রথমার্ধ গোলশূন্য। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলে, পরিসংখ্য়ান বদলে দিতে হবে ইংল্যান্ডকে।
বিশ্বকাপের মঞ্চে ইংল্য়ান্ড কখনও মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাতে পারেনি। এ বার কি হবে?
National pride at an all-time high! ?#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/8WPXETxE4o
— FIFA World Cup (@FIFAWorldCup) November 25, 2022
ফুটবলের ফান-এর সঙ্গে পানীয় চাই! গ্য়ালারিতে এমন চিত্রই…
USMNT fans are ready. ? pic.twitter.com/xYBDCZOyw7
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 25, 2022
টাইলার অ্যাডামসের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র নামছে টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে। তাদের প্রথম একাদশ-
Let’s get it. ??
Full Lineup Notes » https://t.co/qSHZK24Kol#USMNT x @Visa pic.twitter.com/e6ny2Ve6Tq
— U.S. Men’s National Soccer Team (@USMNT) November 25, 2022
উইনিং কম্বিনেশন ধরে রাখলেন ইংল্য়ান্ড কোচ গ্য়ারেথ সাউথগেট।
An unchanged #ThreeLions side to face USA! ? pic.twitter.com/PpW7qzX3zJ
— England (@England) November 25, 2022