চেলসিকে হারিয়ে বড় জয় আর্সেনালের

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Dec 27, 2020 | 2:25 PM

হারের খরা কাটিয়ে শেষমেশ জয়ের মুখ দেখল আর্সেনাল (Arsenal)। শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে চেলসিকে (Chelsea) ৩-১ গোলে হারাল মিকেল আর্তেতার দল। এই জয়ের পর আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবিলের ১৪ নম্বরে।

1 / 5
ম্যাচের ৩৪ মিনিটে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ফরাসি স্ট্রাইকার ল্যাকাজেতে।

ম্যাচের ৩৪ মিনিটে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ফরাসি স্ট্রাইকার ল্যাকাজেতে।

2 / 5
৪৪ মিনিটে ব্যবধান বাড়ান আর্সেনালের মিডফিল্ডার জাকা।

৪৪ মিনিটে ব্যবধান বাড়ান আর্সেনালের মিডফিল্ডার জাকা।

3 / 5
ম্যাচের ৫৬ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল বুকাও সাকার।

ম্যাচের ৫৬ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল বুকাও সাকার।

4 / 5
ম্যাচের ৮৫ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোল করেন ট্যামি আব্রাহাম।

ম্যাচের ৮৫ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোল করেন ট্যামি আব্রাহাম।

5 / 5
ম্যাচে বেশ কয়েকটা দুরন্ত সেভ করেন আর্সেনাল গোলরক্ষক। (ছবি-টুইটার)

ম্যাচে বেশ কয়েকটা দুরন্ত সেভ করেন আর্সেনাল গোলরক্ষক। (ছবি-টুইটার)

Next Photo Gallery