সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Dec 27, 2020 | 2:25 PM
ম্যাচের ৩৪ মিনিটে আর্সেনালের হয়ে প্রথম গোল করেন ফরাসি স্ট্রাইকার ল্যাকাজেতে।
৪৪ মিনিটে ব্যবধান বাড়ান আর্সেনালের মিডফিল্ডার জাকা।
ম্যাচের ৫৬ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল বুকাও সাকার।
ম্যাচের ৮৫ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোল করেন ট্যামি আব্রাহাম।
ম্যাচে বেশ কয়েকটা দুরন্ত সেভ করেন আর্সেনাল গোলরক্ষক। (ছবি-টুইটার)