TV9 বাংলা ডিজিটাল: ফুটবলারদের বাইরে গিয়ে কেনাকাটায় ফতোয়া জারি করল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উল্ভস। করোনা সংক্রমণের জেরেই এমন ফতোয়া জারি। ইংল্যান্ডে ফের ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ব্রিটেনে করোনার নতুন প্রজাতি পাওয়া গিয়েছে, যা আরও মারাত্মক আকারে সংক্রমিত হচ্ছে।
ইতিমধ্যেই প্রিমিয়ার লিগে ৭ জন করোনার কবলে পড়েছেন। ম্যাঞ্চেস্টার সিটির দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকার করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি ম্যান সিটির দুই সাপোর্ট স্টাফের কোভিড রিপোর্টও পজিটিভ এসেছে। এই অবস্থায় দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের সুরক্ষিত রাখতে কড়া পদক্ষেপ নিল উল্ভস। সুপারমার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারবেন না উল্ভসের ফুটবলার-সাপোর্ট স্টাফরা। আজই টটেনহ্যামের সঙ্গে খেলা রয়েছে নেকড়েদের।
আরও পড়ুন:টেস্ট অভিষেক করে মাকে ফোন সিরাজের
উল্ভস কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, তারা কোনও ধরণের ঝুঁকি নিতে চান না। তাদের স্কোয়াডে বেশি ফুটবলার নেই। তাই কেউ করোনার কবলে পড়লে দলের পক্ষে তা বিরাট ক্ষতি হয়ে যাবে। করোনার হাত থেকে বাঁচতে তাই ফুটবলারদের আরও সতর্ক হতে বলছে উল্ভস ফুটবল ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলারদের যাতে অসুবিধা না হয় তার জন্য সবরকম ব্যবস্থাও রেখেছে উল্ভস। সর্বদা দলের সঙ্গে রান্না করার লোক থাকছেন। ফুটবলারদের খাওয়া দাওয়ায় যাতে অসুবিধা না হয় সেই দিকেও সর্বদা নজর থাকছে।