এফ এ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি
এফ এ কাপের (FA Cup) কোয়ার্টার ফাইনালে এভার্টনের (Everton) মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ২-০ গোলে এভার্টনকে হারাল পেপ গুয়ার্দিওলার দল। এভার্টনকে ঘরের মাঠে হারিয়ে এফ এ কাপের শেষ চারের লড়াইয়ে পৌঁছে গেল ম্যান সিটি।