এফ এ কাপের সেমিফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

Mar 21, 2021 | 1:15 PM

এফ এ কাপের (FA Cup) কোয়ার্টার ফাইনালে এভার্টনের (Everton) মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ২-০ গোলে এভার্টনকে হারাল পেপ গুয়ার্দিওলার দল। এভার্টনকে ঘরের মাঠে হারিয়ে এফ এ কাপের শেষ চারের লড়াইয়ে পৌঁছে গেল ম্যান সিটি।

1 / 5
গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কোনও ফুটবলারই গোল করতে পারেননি।

গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কোনও ফুটবলারই গোল করতে পারেননি।

2 / 5
সিটির ফুটবলারদের দাপট প্রথম থেকেই দেখা গেলেও দ্বিতীয়ার্ধেই গোল পায় গুয়ার্দিওলার ছেলেরা।

সিটির ফুটবলারদের দাপট প্রথম থেকেই দেখা গেলেও দ্বিতীয়ার্ধেই গোল পায় গুয়ার্দিওলার ছেলেরা।

3 / 5
৮৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির গুন্দোয়ানের প্রথম গোল।

৮৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির গুন্দোয়ানের প্রথম গোল।

4 / 5
৯০ মিনিটে সিটির অপর গোলটি কেভিন ডি ব্রুইনের।

৯০ মিনিটে সিটির অপর গোলটি কেভিন ডি ব্রুইনের।

5 / 5
সেমিফাইনালে সাউদাম্পটনের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-টুইটার)

সেমিফাইনালে সাউদাম্পটনের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery