গোয়া: সুপার সানডেতে আইএসএলের হাইভোল্টেজ লড়াই। ফতোদরায় এটিকে মোহনবাগানের সামনে এফসি গোয়া। লিগ তালিকার দুই আর তিন নম্বরের লড়াইয়ে নজরে রয় কৃষ্ণা আর ইগর অ্যাঙ্গুলোর দ্বৈরথ। প্রথম পর্বের শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হারতে হয়েছিল রয় কৃষ্ণাদের। ফলে দুই দলের পয়েন্টের ফারাক বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ। কিন্তু শনিবার রাতে মুম্বই ড্র করায়,গোয়াকে হারিয়ে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ হাবাসের দলের সামনে।
The #Mariners send their best wishes to the players ahead of #FCGATKMB.#ATKMohunBagan #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/AomPDrun67
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 17, 2021
কার্ড সমস্যায় রবিবার নেই প্রণয় হালদার। গোড়ালির চোটে অনিশ্চিত বাগান মাঝমাঠের অন্যতম স্তম্ভ কার্ল ম্যাকহিউ। তবে গত দুদিনই অনুশীলন করেছেন স্প্যানিশ মিডফিল্ডার। ম্যাকহিউয়ের খেলার ব্যাপারে সিদ্ধান্ত হবে আজ ম্যাচের আগে।অন্যদিকে সবুজ-মেরুনকে হারিয়ে লিগ তালিকার দু নম্বরে উঠে আসার সুযোগ এফ সি গোয়ার সামনে। রবিবারের ম্যাচকে দেখা হচ্ছে অ্যাটাক বনাম ডিফেন্সের লড়াই হিসাবে। এফ সি গোয়া যেখানে ১৬ গোল করেছে, সেখানে মাত্র ৪ গোল হজম করেছে হাবাসের দল। সাতটা ম্যাচে গোল হজম করেননি মোহনবাগান গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।
আরও পড়ুন:আজ অ্যানফিল্ডে মহারণ, লিভারপুল-ম্যান ইউ দ্বৈরথ
১০ ম্যাচে ২০ পয়েন্ট সবুজ মেরুনের। অন্যদিকে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট এফসি গোয়ার। আইএসএলের লিগ তালিকার বর্তমান অবস্থানে বাড়তি গুরুত্ব পাচ্ছে সুপার সানডেতের এই ম্যাচ।