চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ

sushovan mukherjee |

Jan 17, 2021 | 5:24 PM

সোমবার চেন্নাইয়ান ম্যাচেও অনিশ্চিত রাজু। তাই রক্ষণ নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রবি ফাউলারের। চেন্নাইয়ানের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন পিলকিংটন। সেক্ষেত্রে বেঞ্চে বসতে পারেন মাঘোমা।

চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ
ব্রাইটেই ভরসা ফাউলারের। ছবি সৌঃ SC East Bengal

Follow Us

গোয়া: সোমবার চেন্নাইয়ান এফসির মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে স্কট নেভিলের শেষ মুহুর্তের গোলে ড্র করেছিল লাল-হলুদ ব্রিগেড। চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ে ফিরতে মুখিয়ে ব্রাইট-স্টেইনম্যানরা। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে কেরালা ম্যাচে পয়েন্ট খোয়াতে হয়েছিল মশাল বাহিনীকে। এদু সাবিয়া-গঞ্জালেসদের বিরুদ্ধে নামার আগে নিজের দলের ফুটবলারদের সতর্ক রাখছেন লাল-হলুদ কোচ রবি ফাউলার।

 


চোটের জন্য কেরালা ম্যাচে খেলতে পারেননি রাজু গায়কোয়াড়। রক্ষণের ভুলেই শেষ ম্যাচে গোল হজম করতে হয়েছিল লাল-হলুদকে। সোমবার চেন্নাইয়ান ম্যাচেও অনিশ্চিত রাজু। তাই রক্ষণ নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে রবি ফাউলারের। চেন্নাইয়ানের বিরুদ্ধে শেষ সাক্ষাতে ২-২ গোলে ম্যাচ ড্র করেছিলেন স্টেইনম্যানরা। তখন অবশ্য দলের সঙ্গে ব্রাইট ছিলেন না। ব্রাইট আসায় লাল-হলুদের আপফ্রন্ট শক্তিশালী হলেও কেরালা ম্যাচে বিপক্ষের চক্রব্যূহে আটকে গিয়েছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। সাবিয়া-সিপোভিচদের মোকাবিলা করার আগে আক্রমণে বিশেষ নজর দিচ্ছেন ফাউলার। চেন্নাইয়ানের বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন পিলকিংটন। সেক্ষেত্রে বেঞ্চে বসতে পারেন মাঘোমা।

 

আরও পড়ুন: সুপার সানডেতে রয় কৃষ্ণা বনাম ইগর অ্যাঙ্গুলোর লড়াই

রানা ঘরামির ভুলে শেষ ম্যাচে গোল হজম করতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। সোমবার তাকে খেলাবেন কিনা সেটা ম্যাচের দিনই ঠিক করবেন লাল-হলুদ কোচ। চোটের জন্য আইএসএল থেকে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ানের তারকা ফুটবলার ক্রিভেলারো। তবে বিপক্ষের গঞ্জালেস-সিলভেস্টারের পাশাপাশি বঙ্গতনয় রহিম আলিকে নিয়ে অবশ্যই ভাবতে হবে ফাউলারকে। চেন্নাইয়ানকে হারালে লিগ টেবিলেও অনেকটা ধাপ উপরে উঠে আসবে এসসি ইস্টবেঙ্গল। আর সেই সুযোগটাকে কাজে লাগাতে মরিয়া রবি ফাউলার।

Next Article