জুরিখ: প্রাক বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল (Argentina vs Brazil) ম্যাচ বাতিল হওয়ার ঘটনায় অবাক ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। গত রবিবার মেসি-নেইমার দ্বৈরথ শেষ হয়ে যায় মাত্র ৫ মিনিটেই। খেলা চলাকালীন ব্রাজিলের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মাঠে ঢুকে যান। আর্জেন্টিনার ৪ ফুটবলারের বিরুদ্ধে কোভিডবিধির ভাঙার অভিযোগে পুলিশ নিয়ে মাঠে ঢোকে স্বাস্থ্য আধিকারিকরা। ঘণ্টাখানেক ম্যাচ বন্ধ থাকার পর খেলা বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি।
ম্যাচ অফিসিয়াল ছাড়া মাঠে কারও প্রবেশ নেই। সেই নির্দেশ উপেক্ষা করেই মাঠে ঢুকে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই বেনজির ঘটনা দেখে ক্ষুব্ধ ফিফা প্রেসিডেন্ট। ওই ম্যাচের ঘটনার কথা ইতিমধ্যেই ফিফায় পাঠিয়েছে কনমেবল। রেফারি আর ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতেই ম্যাচের ভাগ্য ঠিক করবে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি।
ফিফা ইতিমধ্যেই একটি চিঠি দিয়ে জানিয়েছে, তাদের আফশোস যে এ রকম একটা হাইভোল্টেজ ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন হল না। আয়োজকদের গাফিলতি চোখে পড়েছিল ওই ম্যাচে। এই কর্মকাণ্ড দেখে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও বেজায় চটেছেন। তাঁর মতে, এমন ঘটনা কখনই কাম্য নয়। যা ঘটেছে তা অবাক করার মতো।
ব্রাজিলের স্বাস্থ্য দপ্তর আর ফুটবল ফেডারেশনের মধ্যে যোগাযোগের অভাবেই এমন কাণ্ড ঘটেছে। যা দেখে বিস্মিত গোটা ফুটবলমহল। দেশের কোভিডবিধির কথা আর্জেন্টিনাকে জানায়নি আয়োজকরা। এ দিকে কনমেবলের কোভিডবিধি মেনে জৈব সুরক্ষা বলয়ে থেকেই ৩ দিন আগে ব্রাজিলে পৌঁছে যান মেসিরা। ইপিএলে খেলা ক্লাবগুলো তাদের ফুটবলারদের ছাড়তে রাজি নয়।
ক্লাব বনাম দেশ যুদ্ধে আগেই ফিফায় অভিযোগ করেছে ব্রাজিল। ক্লাবের নির্দেশ অমান্য করে দেশের হয়ে ফুটবল খেলতে এসেছেন ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো সেলসোরা। যদিও মার্টিনেজ আর বুয়েন্দিয়াকে খেলার ছাড়পত্র দিয়েছে অ্যাস্টন ভিলা। ব্রিটেনের লাল তালিকাভুক্ত দেশ থেকে কেউ ফিরলে তাকে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে। তাই প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলতে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের ছাড়তে চায়নি ইপিএলের অধিকাংশ ক্লাবগুলো। রোমেরো, লে সেলসোরা সেই নির্দেশ অমান্য করায় তাদের শোকজ করেছে টটেনহ্যাম হটস্পার্স।
আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফ থেকে বলা হয়েছে, রোমেরো-লো সেলসোদের টটেনহ্যামে ফেরত পাঠাতে। ক্লাবের সমস্যায় যাতে এই দুই ফুটবলার না পড়েন, তার জন্য বলিভিয়া ম্যাচে হয়তো এই দুজনকে ছাড়াই নামতে হতে পারে আর্জেন্টিনাকে।
ব্রাজিলের কোভিডবিধিতে ব্রিটেন, আফ্রিকা, ভারত থেকে কেউ এলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে। এই কোভিডবিধির কথা জানতেন না মেসিরা। ম্যাচ বাতিল মেসিদের পাশাপাশি ক্ষুব্ধ নেইমাররাও।