FIFA The Best: মেসি-রোনাল্ডোদের পাশাপাশি দৌড়ে জর্জিনহো-সালাহরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 23, 2021 | 3:44 PM

ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য ভোটিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সামনের বছর ১৭ জানুয়ারি ফিফার হেডকোয়ার্টার জুরিখে হবে অনুষ্ঠান। গত বারের মতো এ বারও ভার্চুয়াল অনুষ্ঠানই হবে।

FIFA The Best: মেসি-রোনাল্ডোদের পাশাপাশি দৌড়ে জর্জিনহো-সালাহরা
ফিফা দ্য বেস্ট। ছবি: টুইটার

Follow Us

জুরিখ: ফিফা দ্য বেস্ট (FIFA The Best) ফুটবলার এ বার কে হবেন? কাউন্টডাউন শুরু হয়ে গেল। দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত ফুটবলারদের তালিকা প্রকাশ করল ফিফা। ১১ জনের সেই তালিকায় মেসি (Lionel Messi)-রোনাল্ডো (Cristiano Ronaldo) ছাড়াও রয়েছেন মোহামেদ সালাহ (Mohamed Salah), জর্জিনহোরা (Jorginho)।

 

ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য এ বারে অনেকেই এগিয়ে রাখছেন লিওনেল মেসিকে। ৬ বারের ব্যালন ডি’ওর (Ballon d’Or) জয়ী এলএম টেনের ট্রফি ক্যাবিনেটে সেক্ষেত্রে সংখ্যাটা আরও বাড়বে। তবে প্রবল ভাবে লড়াইয়ে রয়েছেন মোহামেদ সালাহ, জর্জিনহোরাও। তারাও ফেভারিটদের তালিকায় রয়েছেন। ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য ভোটিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সামনের বছর ১৭ জানুয়ারি ফিফার হেডকোয়ার্টার জুরিখে হবে অনুষ্ঠান। গত বারের মতো এ বারও ভার্চুয়াল অনুষ্ঠানই হবে।

 

ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনীত ফুটবলারদের তালিকা-

  • লিওনেল মেসি
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • নেইমার
  • মোহামেদ সালাহ
  • রবার্ট লেওয়ানডস্কি
  • কিলিয়ান এমবাপে
  • করিম বেঞ্জেমা
  • এনগোলো কন্তে
  • জর্জিনহো
  • আর্লিং হালান্ড
  • কেভিন ডি’ব্রুইন

একই সঙ্গে লড়াই রয়েছে ফিফা দ্য বেস্ট কোচের পুরস্কারেও। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) রয়েছেন সেই তালিকায়।

একনজরে দেখে নেওয়া যাক, মনোনীত কোচেদের তালিকা-

  • লিওনেল স্কালোনি
  • রবার্তো মানচিনি
  • টমাস তুসেল
  • অ্যান্তোনিও কন্তে
  • পেপ গুয়ার্দিওয়ালা
  • হান্সি ফ্লিক
  • দিয়েগো সিমিওনে

 

অনলাইন ভোটিংয়ের মাধ্যমেই সেরা ফুটবলার ও কোচকে বেছে নেওয়া হবে। প্রত্যেক দেশের কোচ ও ক্যাপ্টেন ভোট দেবেন। এ ছাড়়া ফ্যানেরাও অনলাইনে ভোট দিতে পারবেন। উল্লেখ্য, ২৯ তারিখ প্যারিসে ব্যালন ডি’ওর পুরস্কার দেওয়া হবে।

 

আরও পড়ুন: India vs New Zealand: অনুশীলনে ফিরেই খোশমেজাজে কোহলি

Next Article