Club World Cup: ক্লাব বিশ্বকাপ চলাকালীনই উঠল দাবি… কোন নিয়মে বদল চাইছেন ফুটবলাররা?
World Football News:সৌদির ক্লাব আল হিলালও চমকে দিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির ছুটি করে দিয়ে। ব্রাজিল আর সৌদির ক্লাবের সাফল্য দুর্ভাবনায় ফেলে দিয়েছে ইউরোপিয়ান ক্লাবগুলোকে।

কলকাতা: ব্রাজিলের পালমেইরাস আর ফ্লুমিনেন্স ইতিমধ্যেই ফেলে দিয়েছে হইচই। বোতাফোগো আর ইন্টার মিলানকে হারিয়ে। সৌদির ক্লাব আল হিলালও চমকে দিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির ছুটি করে দিয়ে। ব্রাজিল আর সৌদির ক্লাবের সাফল্য দুর্ভাবনায় ফেলে দিয়েছে ইউরোপিয়ান ক্লাবগুলোকে। তাপের চাপ সহজে সামলে ওঠার জন্যই কি সাফল্য মিলছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে এক অন্য দাবি তুলে দিল ফিপ্রো বা আন্তর্জাতিক ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ফুটবলে সাধারণত ১৫ মিনিটের হাফটাইম ব্রেক থাকে। তাই এবার বদলানোর দাবি তুলে দেওয়া হল।
ফিপ্রোর তরফে দাবি তোলা হয়েছে, ২০ মিনিটের হাফটাইম ব্রেক করার। আমেরিকার গরমের কথা মাথায় রেখেই এই দাবি উঠেছে ক্লাব বিশ্বকাপ চলাকালীন। প্রচন্ড গরমে ফুটবলারদের হাল খারাপ হয়ে যাচ্ছে। শারীরিক সমস্যায় যাতে পড়তে না হয়, তার জন্যই ৫ মিনিট হাফটাইম ব্রেক বাড়ানোর দাবি উঠেছে। যদিও ফিফা ফুটবলারদের জন্যই দুই অর্ধে ৩ মিনিটে কুলিং টাইম দেয়। তাতেও এড়ানো যাচ্ছে না গরম। সেই সঙ্গে প্রবল আর্দ্রতা। আরই সমাধান হিসেবে ফিপ্রোর নতুন দাবি।
ফিপ্রোর মেডিক্যাল ডিরেক্টর ডাঃ ভিনসেন্ট গোটবার্গ বলেছেন, ‘১৫ মিনিটের হাফটাইম ব্রেক শারীরিক তাপমাত্রা পুরোপুরি কমাতে পারে না। এ নিয়ে রিসার্চ চলেছে। আরও গবেষণা দরকার। সে দিক থেকে ভাবলে ২০ মিনিটের হাফটাইম ব্রেক কার্যকর হতে পারে। পর্তুগালে আমরা এ নিয়ে গত অগস্টে পরীক্ষাও চালিয়েছি।’
কেন ফিপ্রো চাইছে ২০ মিনিটের হাফটাইম ব্রেক? আগামী বছর বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা, আমেরিকা যৌথভাবে আয়োজক। অর্থাৎ প্রবল গরমেই খেলতে হবে। যা ফুটবলারদের কাছে চাপের। সেই সঙ্গে টিমের সংখ্যাও বাড়ছে। সব দিক খতিয়ে দেখেই ২০ মিনিটের হাফটাইম ব্রেকের নিদান দিচ্ছে ফিপ্রো।
