Indian Football: ভারতের চিন্তা ক্লান্তি ও ভিয়েতনামের গতি

Igor Stimac: ছাত্রদের প্রতি ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের বার্তা, ফোকাস ধরে রাখতে হবে।

Indian Football: ভারতের চিন্তা ক্লান্তি ও ভিয়েতনামের গতি
Image Credit source: AIFF
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2022 | 7:30 AM

নয়াদিল্লি : প্রথম ম্যাচে ১-১ ড্র। এবার সামনে ভিয়েতনাম। হাং থিন ফ্রেন্ডলি প্রতিযোগিতায় আজ, মঙ্গলবার আয়োজক ভিয়েতনামের (Vietnam) বিরুদ্ধে খেলবে ভারত (Blue Tigers)। প্রথম ম্যাচে ক্রমতালিকায় পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ ড্র করেছে ইগর স্টিমাচের ভারতীয় ফুটবল (Indian Football,)। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক কঠিন। ভিয়েতনাম নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। তবে ভারতীয় দল ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশেষ করে গত ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করাটা ইতিবাচক দিক হিসেবেই দেখছে ভারতীয় শিবির।

ছাত্রদের প্রতি ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচের বার্তা, ফোকাস ধরে রাখতে হবে। কোচ বলছেন, ‘ভিয়েতনাম তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে আলাদা লড়াই হবে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সময় মানসিকতাও বদলে যায়। আমাদের আরও মনসংযোগী হতে হবে। বিশেষ করে আক্রমণের সময় জায়গা পরিবর্তনের ক্ষেত্রে। একই সঙ্গে রক্ষণেও খেয়াল রাখতে হবে। বিশেষ করে প্রতিপক্ষের দূরপাল্লার শট, ক্রসের ক্ষেত্রে। এগুলো সামলাতে না পারলে বিপদ বাড়বে আমাদের।’

ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচটি দেখেছেন ভারতীয় দলের হেড কোচ। ভিয়েতনামের শক্তি দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন। বলছেন, ‘ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচটা দেখেছি। ভিয়েতনাম খুবই শৃঙ্খলাবদ্ধ দল। তা ছাড়া প্রথম ম্যাচের পর রিকোভারির জন্য ওরা অনেক বেশি সময় পেয়েছে। আমাকে দেখতে হবে, আমাদের কতজন ফুটবলার খেলার মতো ফিট রয়েছেন।’ এর মধ্যে ইতিবাচক দিকও দেখছেন ভারতীয় দলের হেড কোচ। এই ম্যাচে প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন ইগর। কোচ বলছেন, ‘কয়েকজন প্লেয়ার তরতাজা থাকবে। ভিয়েতনামের গতির ফুটবলের বিরুদ্ধে আমরা যাতে টক্কর দিতে পারি, সে ভাবেই একাদশ সাজাবো।’

ভারত বনাম ভিয়েতনাম, বিকেল ৫.৩০