CM Mamata Banerjee: ‘ওরা যেন শান্তিতে কাজ করতে পারে’, শওকতের ঘাড়ে ইনফোসিসের নিরাপত্তার ‘দায়িত্ব’ দিলেন মমতা?

CM Mamata Banerjee: পুলিশকেও মনে করান তাঁদের দায়িত্বের কথা। মমতা বলেন, “এটা বর্ডার এরিয়া। যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে তা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসররের মধ্যে পড়ে।

CM Mamata Banerjee: ‘ওরা যেন শান্তিতে কাজ করতে পারে’, শওকতের ঘাড়ে ইনফোসিসের নিরাপত্তার 'দায়িত্ব' দিলেন মমতা?
ঠিক কী বললেন মমতা? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 8:13 PM

কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই। পূর্ব ঘোষণা মতোই বুধবার নিউটাউনের হাতিশালায় উদ্বোধন হয়ে গেল ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগে আলিুুরের সরকারি অতিথিশালায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের শিল্প ও বাণিজ্য জগতের একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বদের উপস্থিত থাকতে দেখা যায়। সেখানে ইনফিসোসের এই নতুন ক্যাম্পাসের কথা শোনা যায় মমতার মুখে। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে মমতা বলেন, “আজ একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য। ১৯৮১ সালে ইনফোসিস তাদের যাত্রা শুরু করেছিল। অবশেষে আমাদের রাজ্য তাদের নতুন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে পেরেছে।” একইসঙ্গে বারবার সাহায্যের প্রতিশ্রুতিও দিতে দেখা যায় মমতাকে। সাফ বলেন, “আমাদের সরকার সব রকমের সাহায্য করবে।” এ কথা বলতে গিয়ে মমতার মুখে শোনা যায় ক্যানিং পূর্বের বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লার প্রসঙ্গও। তাঁকে খানিক নির্দেশের সুরেই বলেন, “ওরা যাতে সবরকম সহযোগিতা পায় তা আমাদের দেখতে হবে।”

এই খবরটিও পড়ুন

পুলিশকেও মনে করান তাঁদের দায়িত্বের কথা। মমতা বলেন, “এটা বর্ডার এরিয়া। যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে তা কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারেট, ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসররের মধ্যে পড়ে। তাই কাজের ক্ষেত্রে ভাল কোওর্ডিনেশন দরকার। তাই যাতে কোনও বাধা না আসে, কোনও অশান্তি না হয়, ওরা যাতে শান্তিতে কাজ করতে পারে তা দেখতে হবে।” প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাঙড় এসেছে কলকাতা পুলিশের হাতে। তবে বিগত কয়েকমাসে বারবার অশান্তির ছবি দেখা গিয়েছে ভাঙড়-সহ আশপাশের এলাকায়। গোষ্ঠীকোন্দলের অভিযোগে বিদ্ধ হয়েছে শাসকদলও। এমতাবস্থায় ইনফোসিসের মঞ্চে শওকত মোল্লার মতো আরাবুল ইসলামের বিরোধী শিবিরের নেতার নাম তাৎপূর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “শওকত হচ্ছে নম্বর ১ গ্রেডের গুন্ডা। তাঁকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিচ্ছে গুন্ডা দমন করার জন্য। আসলে মাল তোলার দায়িত্ব পেল শওকত। মাননীয়া বুঝিয়ে দিলেন এখানে যা মাল তোলা হবে সব শওকত তুলবে।”