INDIA FOOTBALL : ভেস্তে গেল স্টিম্যাচের পরিকল্পনা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 07, 2021 | 9:50 AM

 করোনার জন্য বিভিন্ন জায়গায় এখনও ট্রাভেল ব্যান ওঠেনি। অনেক জায়গায় মানতে হচ্ছে কোয়ারান্টিন। অক্টোবরে সাফে নামার আগে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়ে বিভিন্ন দেশের ফুটবল গভর্নিং বডির সঙ্গে যোগাযোগ করে ফেডারেশন।

INDIA FOOTBALL : ভেস্তে গেল স্টিম্যাচের পরিকল্পনা
ভারতের কোচ ইগর স্টিম্যাচ

Follow Us

নয়াদিল্লি: চাইলেও উপায় নেই। অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া ও ইউরোপের বিভিন্ন শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছিলেন ইগর স্টিম্যাচ। কিন্তু বাধ সাধল কোভিড পরিস্থিতি।

করোনার জন্য বিভিন্ন জায়গায় এখনও ট্রাভেল ব্যান ওঠেনি। অনেক জায়গায় মানতে হচ্ছে কোয়ারান্টিন। অক্টোবরে সাফে নামার আগে ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়ে বিভিন্ন দেশের ফুটবল গভর্নিং বডির সঙ্গে যোগাযোগ করে ফেডারেশন। করোনা পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন দেশে এখনও কঠোর বিধি মানা হচ্ছে। কয়েকটা জায়গায় ভারতীয় পর্যটকরা এখনও লাল তালিকাভুক্ত। ইউরোপের বিভিন্ন দেশ তো বটেই, এমনকি আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গেও যোগাযোগ করে এআইএফ। কিন্তু সব জায়গাতেই এক পরিস্থিতি। ভারতে বিদেশিরা আসলে তাদেরও হার্ড কোয়ারান্টিনে থাকতে হবে। এই পরিস্থিতিতে কোনও শক্তিশালী দেশের বিরুদ্ধে খেলতে পারবে না ভারত।

এ দিকে ভারতের সঙ্গে ওই সময়ে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চেয়েছে নেপাল। সেখানে এই মুহূর্তে ভারতীয় পর্যটকদের জন্য কোনও বিধিনিষেধ নেই। স্টিম্যাচের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

Next Article