রিও ডি জেনেইরো: নতুন বছরে এ বার নতুন ক্লাবে যোগ দিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ (Luis Suarez)। লিওনেল মেসির (Lionel Messi) পরম বন্ধু সুয়ারেজের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে ব্রাজিলের ক্লাব গ্রেমিও (Gremio)। ৩৫ বছর বয়সে নতুন ক্লাবে যোগ দিলেন সুয়ারেজ। সদ্য দল বদলের খাতায় নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি রেকর্ড অর্থে গিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। এ বার নতুন ক্লাবে যোগ দিলেন সুয়ারেজও। জানা গিয়েছে, জানুয়ারির মাঝখানে সুয়ারেজ নতুন দলের সঙ্গে যোগ দিতে পারেন। বিস্তারিত TV9Bangla-র এই প্রতিবেদনে।
২০২৪ সালের ডিসেম্বর অবধি সুয়ারেজের সঙ্গে চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও। দিন কয়েক আগেই লিওনেল মেসির বাড়িতে গিয়েছিলেন সুয়ারেজ। সেখানে বন্ধুর সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করার পাশাপাশি বিশ্বকাপ জয়ের আনন্দও ভাগ করে নেন সুয়ারেজ। মেসির বাড়ি থেকে ফেরার পরই, গ্রেমিওর সঙ্গে চুক্তিতে সই করেছেন সুয়ারেজ। উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে সুয়ারেজ তাঁর ছেলেবেলার ক্লাব ন্যাসিওলান থেকে বিদায় নেন। তার পর থেকে তিনি ফ্রি এজেন্ট ছিলেন।
গ্রেমিওর পক্ষ থেকে সুয়ারেজের দলে যোগ দেওয়ার খবর টুইট করে জানানো হয়েছে। পাশাপাশি সুয়ারেজ নিজেও নতুন বছরে, নতুন ক্লাব গ্রেমিওতে যোগ দেওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।
Vamos, @LuisSuarez9! Estamos preparados para conquistarmos grandes feitos juntos! ???? pic.twitter.com/P5pxKlPZJp
— Grêmio FBPA (@Gremio) December 31, 2022
Preparado para este lindo desafío en @gremio, con muchas ganas de estar ahí y disfrutar ⚽️??
VAMOS TRICOLOR! ? pic.twitter.com/q2zhztqCmr
— Luis Suárez (@LuisSuarez9) December 31, 2022
সুয়ারেজের ক্লাব কেরিয়ারের সব চেয়ে সেরা সময় কেটেছে বার্সেলোনায়। ২০১৪-২০ অবধি বার্সার জার্সিতে ১৯১ টি ম্যাচে ১৪৭টি গোল করেছেন। এর পরের দুটো বছর অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৬৭টি ম্যাচে ৩২টি গোল করেছিলেন সুয়ারেজ। ২০২২ সালে ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬টি ম্যাচ। তিনি করেছেন আটটি গোল।
নতুন বছরে, নতুন ক্লাবে, নতুন পরীক্ষার সামনে দাঁড়িয়ে উরুগুয়ের তারকা স্ট্রাইকার। ২০১৫ সালে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন সুয়ারেজ। মোট চার বার লা লিগা জিতেছেন বার্সার হয়ে। বার্সা ছাড়ার পর ২০২১ সালে অ্যাটলেটিকোর হয়েও লা লিগা জিতেছিলেন তিনি। ন্যাসিওলানে দ্বিতীয় বার চুক্তিবদ্ধ হওয়ার পর তাদেরও লিগ চ্যাম্পিয়ন করেন সুয়ারেজ। দেশের জার্সিতে ১৩৭টি ম্যাচে ৬৮টি গোল করেছেন সুয়ারেজ।