Arsenal: প্রিমিয়ার লিগে অশ্বমেধের ঘোড়া আর্সেনাল, কী বলছেন কোচ আর্তেতা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 01, 2023 | 3:41 PM

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনকে একপ্রকার ল্যাজেগোবরে করে ছেড়েছে আর্তেতার শিষ্যরা। সেই সঙ্গেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে নাম লিখিয়ে নিয়েছে তারা।

Arsenal: প্রিমিয়ার লিগে অশ্বমেধের ঘোড়া আর্সেনাল, কী বলছেন কোচ আর্তেতা?
প্রিমিয়ার লিগে আরসেনালের পারফরম্যান্স নিয়ে কী বলছেন কোচ?
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: চলতি মরসুমে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানে রয়েছে আর্সেনাল (Arsenal)। শনিবার রাতে ব্রাইটনকে (Brighton) ৪-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে গানাররা। ১৬ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট। শনিবারের ম্যাচে বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর মার্টিন ওডেগার, এডি এনকোডিয়া, গ্র্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল। ব্রাইটনকে পরাজিত করার রাতে দলের কোচ মিকেল আর্তেতার (Mikel Arteta) গলায় শোনা গেল সন্তুষ্টির সুর। কী বলছেন তিনি? তুলে ধরল TV9 Bangla

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনকে একপ্রকার ল্যাজেগোবরে করে ছেড়েছে আর্তেতার শিষ্যরা। সেই সঙ্গেই প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে দলটি। শনিবারের ম্যাচের পর আর্তেতা জানিয়েছেন, শিষ্যদের পারফরম্যান্সে সামগ্রিকভাবে খুশি তিনি। তাঁর কথায়, “ব্রাইটনের মতো শক্তিশালী দলকে হারানো মুখের কথা নয়। ভালো একটি দলে বিরুদ্ধে এটা সত্যিই বড় জয়। কিছু সময় ম্যাচ কঠিন হয়ে গেলেও শেষে সবটা রক্ষা হয়েছে। কিছু মুহূর্ত উপভোগও যেমন করেছি, তেমনি খানিক চিন্তাতেও ছিলাম।”

বছরের শেষটা যেমন সুন্দরভাবে শেষ হল, তেমনি নতুন বছরটাকেও কাটাতে চান তিনি। তাই দলকে আরও একটু গুছিয়ে নিতে চান প্রাক্তন ম্যাঞ্চেস্টার সিটি কোচ আর্তেতা। শনিবারের জয়ের পর স্প্যানিশ কোচকে আরও বলতে শোনা যায়, অন্য দল নিয়ে কোনও ভাবনা নেই তাঁর। তিন পয়েন্ট দরকার ছিল তাঁদের। ব্রাইটনকে হারিয়ে সেই পয়েন্ট ঝুলিতে নিয়ে বেজায় খুশি তিনি। আগামীতে আরও ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য তাঁর দল মুখিয়ে রয়েছে, সেকথাও জানান। দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে জয় বছরের শেষটা দারুণ কাটল আর্সেনালের। এ বার নতুন বছরে দলটি নতুন কী চমক দেয় সেটাই দেখার।

Next Article