ম্যাঞ্চেস্টার: চূড়ান্ত নাটকীয়তায় ভরা ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বিচ্ছেদ। বাইশে কাতার বিশ্বকাপে পর্তুগালের যাত্রা শুরুর ঠিক আগেই, ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন সিআর সেভেন। তেইশে নতুন ক্লাবের জার্সিতে দেখা যাবে রোনাল্ডোকে। রেকর্ড অর্থে (২০০ মিলিয়ন ইউরো) সৌদি আরবের ক্লাব আল নাসের সই করিয়েছে সিআর সেভেনকে। নতুন ক্লাবে, নতুন করে শুরু করার অপেক্ষায় রয়েছেন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বকাপ শুরুর আগে, ম্যান ইউয়ের কোচের প্রতি রোনাল্ডো তাঁর ক্ষোভ উগরে দিয়েছিলেন পিয়ের্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে। ফুটবল মহলে কান পাতলে শোনা যায়, ক্লাব ও কোচের সঙ্গে বনিবনা না হওয়ার ফলেই চুক্তি শেষ হওয়ার আগেই ম্যান ইউ ছেড়ে দেন রোনাল্ডো। সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের (Erik ten Hag) কাছে রোনাল্ডোর নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রতিক্রিয়া জানাতে চাওয়া হয়েছিল। এরিক এক প্রকার সেই প্রশ্নকে এড়িয়ে গিয়েই জবাব দেন। কী বললেন রোনাল্ডোর প্রাক্তন কোচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
উলভসের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-০ ব্যবধানে জেতার পর, প্রেস কনফারেন্সে ম্যান ইউ কোচকে রোনাল্ডোর নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। রোনাল্ডোর প্রাক্তন কোচ বলেন, “আমি অতীত নিয়ে কথা বলতে চাই না। ভবিষ্যৎ নিয়ে কথা হোক। আজ আমরা ভালো পারফর্ম করেছি। প্রথম বার আমরা শীর্ষ চারে রয়েছি। তবে এখানেই শেষ নয়, অনেকটা পথ চলা বাকি। আমাদের প্রতিটা ম্যাচ ধরে এগোতে হবে। জিতলেই আমরা লিগ টেবলে স্থান মজবুত করতে পারব।”
এরিক টেন হ্যাগের এই বক্তব্য থেকেই পরিষ্কার, তিনি রোনাল্ডোকে নিয়ে কোনও মন্তব্যই করতে চান না। ম্যান ইউতে রোনাল্ডো অধ্যায় যে অতীত, তা সাফ করে দিলেন এরিক টেন। এক সময় ম্যান ইউতে খেলেই বিশ্বজোড়া পরিচিতি অর্জন করেছিলেন সিআর সেভেন। সেই সময় খ্যাতির শীর্ষেও উঠেছিলেন তিনি। কিন্তু সেই ক্লাবের সঙ্গে দ্বিতীয় ইনিংসটা মোটেও সুখকর হয়নি। পর্তুগিজ তারকা রোনাল্ডো ক্লাবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বিবৃতিতে বলেছিলেন, “দুই পক্ষের পারস্পরিক সম্মতিতে সময়ের আগেই চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিলাম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং এই ক্লাবের অনুরাগীদের আমি ভালোবাসি। এই বিষয়টা কখনও বদলাবে না। এ বার নতুন চ্যালেঞ্জ খোঁজা সময়। মরসুমের বাকি সময়টা এবং ক্লাবের ভবিষ্যতের সাফল্য কামনা করি।”