জিরোর জোড়া গোলেও ফ্রান্সের চিন্তা বেঞ্জেমার চোট

Jun 09, 2021 | 6:21 PM

প্রথমার্থে গ্রিজম্যানের (Antoine Griezmann) এক গোলের পর দ্বিতীয়ার্ধে জিরোর (Olivier Giroud) জোড়া গোল সহজ জয় এনে দিল ফ্রান্সকে।

জিরোর জোড়া গোলেও ফ্রান্সের চিন্তা বেঞ্জেমার চোট
জিরোর জোড়া গোলে ফ্রান্সের সহজ জয়

Follow Us

ফ্রান্স-৩ : বুলগেরিয়া-০
(আতোয়াঁ গ্রিজম্যান ২৯, অলিভার জিরো ৮৩, ৯০)

ইউরোর (EURO) আগে প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়ারকে (Bulgaria) ৩-০ গোলে হারাল ফ্রান্স (France)। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন কিলিয়ান এমবাপেরা। প্রথমার্থে গ্রিজম্যানের (Antoine Griezmann) এক গোলের পর দ্বিতীয়ার্ধে জিরোর (Olivier Giroud) জোড়া গোল সহজ জয় এনে দিল ফ্রান্সকে। তবে ৬ বছর পর জাতীয় দলে ফেরা করিম বেঞ্জেমার (Karim Benzema) চোট ইউরোর আগে বেশ কিছুটা চিন্তায় ফেলে দিল ফ্রান্সকে।

ম্যাচের ২৯ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন আতোয়াঁ গ্রিজম্যান। ম্যাচের ৩৭ মিনিটে বিপক্ষের ডিফেন্ডার ইভান তুরিতসভের সঙ্গে সংঘর্ষে জড়ান করিম বেঞ্জেমা। হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্ত হিসেবে মাঠে নামেন চেলসির অলিভার জিরো।

দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গেই খেলেছেন দিদিয়ের দেশঁর ছেলেরা। বুলগেরিয়ার ফুটবলারদের বল দখল করতেই দেননি এমবাপেরা। পরিবর্ত হিসেবে মাঠে নেমে ৮৩ মিনিটে ও ৯০ মিনিটে জোড়া গোল করে ফ্রান্সকে সহজ জয় এনে দেন অলিভার জিরো।

১৬ জুন জার্মানির বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবে ফ্রান্স।

আরও পড়ুন: গোল পাননি মেসি, এগিয়ে গিয়েও ড্র আর্জেন্তিনার

Next Article