দোহা: বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে বিশ্বকাপের ‘অভিশাপ’থেকে মুক্ত ফ্রান্স। অতীত ইতিহাসকে পিছনে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ধাপে ধাপে উঠে এসেছে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) সেমিফাইনালে। খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে কাতারে এসেছে দিদিয়ের দেশঁর টিম। লক্ষ্য থেকে মাত্র দু’কদম দূরে তাঁরা। একাধিক তারকা মুখ না থাকলেও তিউনিশিয়ার বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে এখনও পর্যন্ত দাপুটে পারফরম্যান্স কিলিয়ান এমবাপেদের। সেমিফাইনালে তাদের সামনে জায়ান্ট ‘কিলার’ মরক্কো (France vs Morocco)। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার কোনও অভিজ্ঞতা নেই আফ্রিকান দেশটির। তাই বুধবার রাতের সেমিফাইনালে ধারে-ভারে এগিয়ে দেশঁর টিম। কিন্তু এসব চিন্তায় মাথায় রাখছেন না রাফায়েল ভারানেরা। এতদূর এসে খামোখা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে বিপক্ষের ফাঁদে পা দেওয়ার কোনও ইচ্ছে নেই। নয়া ইতিহাস গড়ার জন্য মুখিয়ে থাকা মরক্কোর ছটফটে তরুণ দলটির বিরুদ্ধে তাই বাড়তি সতর্ক ফ্রান্স।
ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বেলজিয়াম, স্পেন ও পরে তারকাখচিত পর্তুগাল দলকে বিশ্বকাপের বাইরের দরজা দেখিয়েছেন আশরাফ হাকিমি, হাকিম জিয়েচরা। সেই তালিকায় যাতে ফ্রান্সের নাম না যোগ হয় সেই ব্যবস্থা নিচ্ছে দেশঁর টিম। ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে বলেছেন, “রবিবাসরীয় লুসেইল স্টেডিয়ামের ফাইনালের জন্য আমরা মুখিয়ে রয়েছি। অতীতে ফাঁদে পড়ার মতো অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা খুব ভালোভাবে জানি যে মরক্কো ভাগ্যের জোরে এখানে এসে পৌঁছায়নি। তাই আমাদের দলের অভিজ্ঞ ফুটবলারদের আরও একটি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মুখের কথা নয়। তাই কাউকে হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন নেই। শুধুমাত্র জয় ছাড়া আমরা আর কিছুই ভাবছি না।”
অপর ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্ডের মুখে মরক্কো দলের পারফরম্যান্সের সুখ্যাতি। বললেন, ” টুর্নামেন্টে এখনও পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে মরক্কো। এমন উচ্চ পর্যায়ের টুর্নামেন্টে এই পারফরম্যান্স প্রশংসাযোগ্য। বেশ কমপ্যক্ট টিম ওরা। তেমনই ছোটার গতি। ওদের ভারসাম্য নষ্ট করার দিকে নজর থাকবে আমাদের।”