FIFA World Cup 2022: বিশ্বকাপের দল ঘোষণা চ্যাম্পিয়নদের, জেনে নিন বিস্তারিত
France : কার্যত গত বারের দলই ধরে রাখা হয়েছে। কাতারে এ বার খেতাব ধরে রাখাই লক্ষ্য। যদিও বিশ্বকাপের দল ঘোষণার বেশ কিছুদিন আগেই শিবিরে জোড়া হতাশা ছিল। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এনগোলো কান্তে এবং পল পোগবা।
প্যারিস : কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ফ্রান্স। কোচ দিদিয়ের দেশঁ সাংবাদিক সম্মেলনে ২৫ জনের তালিকা ঘোষণা করেন। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। কার্যত গত বারের দলই ধরে রাখা হয়েছে। কাতারে এ বার খেতাব ধরে রাখাই লক্ষ্য। যদিও বিশ্বকাপের দল ঘোষণার বেশ কিছুদিন আগেই শিবিরে জোড়া হতাশা ছিল। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন এনগোলো কান্তে এবং পল পোগবা। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি মাইক মাইনান, জোনাথন ক্লস, ফেরল্যান্ড মেন্ডি, লুকাস ডিনে এবং উইসাম বেন ইডের-র। স্কোয়াডে রয়েছেন গত বিশ্বকাপের তারকা কিলিয়ান এমবাপে। সুযোগ পেয়েছেন অভিজ্ঞ অলিভিয়ের জিরো। আক্রমণভাগে রয়েছেন আন্তোইনে গ্রিজম্যানও। কেমন হল চ্যাম্পিয়নদের এ বারের দল? সম্পূর্ণ তালিকা রইল TV9Bangla-য়।
সোমবার থেকে শিবিরে যোগ দেবেন বিভিন্ন ক্লাবে খেলা ফ্রান্স স্কোয়াডের সদস্যরা। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিটা প্রতিযোগিতার আগে আমার যেমন মানসিকতা থাকে, এ বারও একই রয়েছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। সকলে মিলেই সেই চ্যালেঞ্জ উতরে যাওয়ার চেষ্টা করতে হবে। ফল নিয়ে এখন থেকেই চিন্তিত নই।’ গত বিশ্বকাপের নায়ক কিলিয়ান এমবাপে বলেন, ‘সকলেরই স্বপ্ন থাকে দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার। আরও এক বার সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ পেতে চলেছি। স্বপ্নপূরণ’।
??? ?????????? ?#FiersdetreBleus pic.twitter.com/Hr0f1rCxgC
— Equipe de France ⭐⭐ (@equipedefrance) November 9, 2022
গোলরক্ষক : আলফোঁসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা
আক্রমণভাগ : করিম বেঞ্জেমা, কিংসলে কোম্যান, ওসমানে দেম্বেলে, অলিভিয়ের জিরো, আন্তোইনে গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, ক্রিস্টোফার এনকুঙ্কু
মাঝমাঠ: এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়োন্দোজি, আদ্রিয়েন ব়্যাবিয়ট, অরিলিয়েঁ শোয়ামেনি, জর্ডান ভেরেতৌ
রক্ষণভাগ: লুকাস হার্নান্ডেজ, থিও হার্নান্ডেজ, প্রিসনেল কিম্পেম্বে, ইব্রাহিম কোনাতে, জুলেস কুন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, দাওত উপামেকানো, রাফায়েল ভারান