কলকাতা: ফুটবলাররা খারাপ খেললে সমালোচকদের আঙুল সবার প্রথমে ওঠে দলের কোচের দিকে। ফুটবল মহলে এ ছবি বহুবার দেখা গিয়েছে। যার জেরে অনেক সময় একাধিক ক্লাব এবং জাতীয় দলের কোচও হঠাৎ পদত্যাগ করেন। এ বার ইউরো কাপে (Euro Cup 2024) হ্যারি কেনরা হতাশ করতেই সমর্থকদের নিশানায় গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ইংল্যান্ডের (England) ফ্যানেরা তাঁকে কাপ ছুড়ে মেরেছেন।
জার্মানিতে চলতি ইউরো কাপের গ্রুপ-সি এর ম্যাচে স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এই ম্যাচ শেষ হওয়ার পর থ্রি লায়ন্সদের কোচ গ্যারেথ সাউথগেট পড়েছেন সমর্থকদের রোষের কবলে। হ্যারি কেনদের কোচকে লক্ষ্য করে পানীয়র খালি কাপ ছুড়তে থাকেন ওই ম্যাচ দেখতে আশা হতাশ ইংল্যান্ড সমর্থকরা। এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়।
Empty cups thrown at Gareth Southgate as he applauds the England supporters. @TheAthleticFC #ThreeLions pic.twitter.com/rvJhL6t5OL
— Dan Sheldon (@Dan_Sheldon_) June 25, 2024
স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও ইউরো কাপের শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। স্লোভেনিয়া ম্যাচের শেষে হ্যারি কেন, জুড বেলিংহ্যামদের কোচ সাউথগেট বলেন, ‘আমি এই পরিস্থিতি থেকে পালিয়ে যাচ্ছি না। তবে চাইব সমর্থকরা সব সময় দলের পাশে থাকুক।’
অতীতে ইংল্যান্ডের যে ম্যানেজাররা ছিলেন, তাঁদের থেকে বেশি সাফল্য এনে দিয়েছেন গ্যারেথ সাউথগেট। তাঁর কোচিংয়ে থ্রি লায়ন্সরা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। একবার ইউরো কাপের ফাইনালে উঠেছিল। অবশ্য ইংল্যান্ড কখনও ইউরো জয়ের স্বাদ পায়নি। এ বার দেখার সাউথগেট সেই অধরা মাধুরী এনে দিতে হ্যারি কেনদের সাহায্য করতে পারেন কিনা।