Europa Cup: বার্সেলোনার বিরুদ্ধে বিশ্বমানের গোল জার্মান মিডিওর

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 08, 2022 | 7:10 PM

ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল ফ্রাঙ্কফুর্ট। কেনাউফের গোলে এগিয়ে গেলেও খেলার ফল ১-১ করেন ফেরান তোরেস। ৬৬ মিনিটে গোল করেন স্প্যানিশ ফুটবলার। ৭৮ মিনিটে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কফুর্টের তুতা। বৃহস্পতিবার রাতে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা-ফ্রাঙ্কফুর্ট।

Europa Cup: বার্সেলোনার বিরুদ্ধে বিশ্বমানের গোল জার্মান মিডিওর
আন্সগার কেনাউফ। ছবি: টুইটার

Follow Us

ফ্রাঙ্কফুর্ট: ফুটবল বিশ্বে অনেক গোলই তাক লাগিয়ে দেয়। যে গোল নিয়ে যুগের পর যুগ ধরে চর্চা চলে আসে। বিশ্বমানের গোল এনে দেয় বর্ষসেরা খেতাবও। প্রতি বছরই সেরা গোলের পুরস্কার দেওয়া হয় ব্যালন ডি’ওরের মঞ্চে। এই গোলটা সেই তালিকায় থাকতে বাধ্য। সেরার পুরস্কার ছিনিয়ে আনার অন্যতম দাবিদার হয়ে থাকল। জ্লাটান ইব্রাহিমোভিচ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিদের গোল নিয়ে বছরের পর বছর চর্চা হতে থাকে। ভক্তরা এগিয়ে রাখে এক একটি গোলকে। কিন্তু তার মাঝেও উজ্জ্বল হয়ে থাকে অন্যান্যদের গোল। যে গোল নিঃসন্দেহে বিশ্বমানের এবং অন্যতম সেরা হওয়ার দাবিদার হয়ে ওঠে। আন্সগার কেনাউফের গোলও ঠিক তেমন। ফুটবলপ্রেমীরা মনে রেখে দেবেন জার্মান মিডফিল্ডার এই বিশ্বমানের গোলকে।

 

ইউরোপা কাপে (Europa Cup) বার্সেলোনার (FC Barcelona) বিরুদ্ধে এমনই এক চোখ ধাঁধানো গোল ফ্রাঙ্কফুর্টের আন্সগার কেনাউফের। খেলার বয়স ৪৮ মিনিট। কর্নার থেকে উড়ে আসা বল প্রতিহত হতেই বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট কেনাউফের। মুহূর্তে বল জড়িয়ে গেল জালে। আন্সগারের বিশ্বমানের গোল দেখে ফ্রাঙ্কফুর্টে শুরু উৎসব। ২০ বছরের জার্মান মিডফিল্ডারের হাফ ভলি শটে গোল নিঃসন্দেহে প্রশংসনীয়।

 

 

 

 

ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করল ফ্রাঙ্কফুর্ট। কেনাউফের গোলে এগিয়ে গেলেও খেলার ফল ১-১ করেন ফেরান তোরেস। ৬৬ মিনিটে গোল করেন স্প্যানিশ ফুটবলার। ৭৮ মিনিটে লাল কার্ড দেখেন ফ্রাঙ্কফুর্টের তুতা। বৃহস্পতিবার রাতে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা-ফ্রাঙ্কফুর্ট।

 

 

 

আরও পড়ুন: IPL 2022: দলকে চরম বার্তা রোহিত শর্মার

Next Article