Mohun Bagan: সবুজ-মেরুনে ফুল ফোটাবেন গ্রেগ স্টুয়ার্ট, কত বছরের চুক্তিতে বাগানে এলেন স্কটিশ তারকা?

Jul 24, 2024 | 12:06 PM

Greg Stewart: ভারতে খেলে অতীতে সাফল্য পেয়েছেন স্কটল্যান্ডের ফুটবলার। এদিকে বাগান শিবির টিমের জন্য এক অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকারের খোঁজে ছিল। গ্রেগ স্টুয়ার্ট সেই জায়গা পূরণ করবেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Mohun Bagan: সবুজ-মেরুনে ফুল ফোটাবেন গ্রেগ স্টুয়ার্ট, কত বছরের চুক্তিতে বাগানে এলেন স্কটিশ তারকা?
Mohun Bagan: সবুজ-মেরুনে ফুল ফোটাবেন গ্রেগ স্টুয়ার্ট, কত বছরের চুক্তিতে বাগানে এলেন স্কটিশ তারকা?

Follow Us

কলকাতা: শুক্র-সকালে বাগান প্রেমীদের জন্য এল সুখবর। মোহনবাগানের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতে এলেন আইএসএলের পরিচিত মুখ। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, আর্মান্দো সাদিকুর পরিবর্ত বিদেশি হিসেবে বাগান কোচ মোলিনার পছন্দ গ্রেগ স্টুয়ার্ট। স্পেনের ফুটবলার মোহনবাগানে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। ভারতে খেলে অতীতে সাফল্য পেয়েছেন স্কটল্যান্ডের ফুটবলার। এদিকে বাগান শিবির টিমের জন্য এক অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকারের খোঁজে ছিল। গ্রেগ স্টুয়ার্ট সেই জায়গা পূরণ করবেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

এর আগে গ্রেগ স্টুয়ার্ট মুম্বই সিটি এবং জামশেদপুরের জার্সিতে খেলেছেন। এ বার মোহনবাগানের জার্সিতে ফুল ফোটাতে তৈরি স্পেনের ফুটবলার। এর আগে গ্রেগ স্টুয়ার্ট ভারতের দুটি ক্লাবের হয়ে দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতেছেন। এ বার বাগান শিবিরে নিজের একশো শতাংশ দিতে চান গ্রেগ স্টুয়ার্ট। ২৮ জুলাই শহরে চলে আসবেন নতুন বাগান কোচ মোলিনা-সহ প্রায় সব ফুটবলাররা। সব ঠিকঠাক থাকলে ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন দলের সঙ্গে অনুশীলনে তিনি যোগ দেবেন।

স্কটিশ ফুটবলার মোহনবাগানে যোগ দিয়ে বলেছেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলব। এ বার তা পূরণ হতে চলেছে। ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা। আমি ব্যক্তিগত সাফল্যও পেয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও আছে। কিন্তু মোহনবাগানের মতো ঐতিহ্যশালী এবং দেশের সেরা ক্লাবের জার্সিতে মাঠে নামার রোমাঞ্চই আলাদা হতে চলেছে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

Next Article