TV9 বাংলা ডিজিটাল: ডার্বিতে চোখধাঁধানো গোল। তারপর শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত গোল। ২৫ বছরের মনবীর সিংয়ে মজেছেন এটিকে মোহনবাগান কোচ আন্তনিও হাবাস। খেলার শেষে স্প্যানিশ কোচ পরিষ্কার বলছেন, “আমার কাছে এই মুহুর্তে ভারতের সেরা স্ট্রাইকার মনবীরই।” মোহনবাগানের হয়ে ৫ ম্যাচে ২৩৯ মিনিট খেলেছেন পাঞ্জাবি এই স্ট্রাইকার। দুটো গোলের পাশাপাশি মনবীরের নামের পাশে একটা অ্যাসিস্টও। চলতি আইএসএলে দু’গোল নেই কোনও ভারতীয় স্ট্রাইকারের। এমনকি সুনীল ছেত্রীরও না।
মনবীর নিয়ে হাবাসের মন্তব্যের সঙ্গে একমত আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন, প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী আর প্রাক্তন তারকা দেবজিৎ ঘোষ। সঞ্জয় সেন বলছেন, “মনবীরের গোল পাওয়া ভারতীয় ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন। তাছাড়া ও যতটা সুযোগ পেয়েছে, সদব্যবহার করেছে।”
লাল-হলুদ জার্সিতে এখনও ঝলক দেখাতে ব্যর্থ জেজে-বলবন্ত। সেরা ফর্মের ধারে কাছে দেখতে পাওয়া যাচ্ছে না দুই ভারতীয় স্ট্রাইকারকে। চলতি আইএসএলের প্রথম কয়েকটা ম্যাচে সাদামাঠা লেগেছে সুনীলকেও। এই অবস্থায় সবুজ-মেরুন জার্সিতে উজ্জ্বল মনবীর। মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, “ফর্মের বিচারে মনবীরই এই মুহুর্তে সেরা। পাঞ্জাবি স্ট্রাইকার পরবর্তী সুনীল হতে পারবে কিনা, তা সময় বলবে।”
আরও পড়ুন:এগিয়ে গিয়েও জয় অধরা এটিকে মোহনবাগানের
এফসি গোয়া থেকে নতুন মরসুমে এটিকে মোহনবাগানে যোগ দেন মনবীর। গত মরসুমে গোয়ার হয়ে দুই গোল করেছিলেন তরুণ স্ট্রাইকার। আর এবার পাঁচ ম্যাচেই ২ গোল। আর এক প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ বলছেন, “বড় স্ট্রাইকার হওয়ার সব গুণ আছে মনবীরের। আগের থেকে অনেক উন্নতি করেছে। দু পায়ে শুটিং রয়েছে, বল কন্ট্রোল ভাল, দায়িত্ব নিতে পারে, বল পায়ে পজিটিভ চিন্তাভাবনা করে।”
লাল-হলুদের হয়ে আসিয়ান জেতা দেবজিৎ মনে করেন, হাবাসের ভরসা আর প্রশংসা আরও আত্মবিশ্বাস যোগাবে মনবীরকে।
TV9 বাংলা ডিজিটাল: ডার্বিতে চোখধাঁধানো গোল। তারপর শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত গোল। ২৫ বছরের মনবীর সিংয়ে মজেছেন এটিকে মোহনবাগান কোচ আন্তনিও হাবাস। খেলার শেষে স্প্যানিশ কোচ পরিষ্কার বলছেন, “আমার কাছে এই মুহুর্তে ভারতের সেরা স্ট্রাইকার মনবীরই।” মোহনবাগানের হয়ে ৫ ম্যাচে ২৩৯ মিনিট খেলেছেন পাঞ্জাবি এই স্ট্রাইকার। দুটো গোলের পাশাপাশি মনবীরের নামের পাশে একটা অ্যাসিস্টও। চলতি আইএসএলে দু’গোল নেই কোনও ভারতীয় স্ট্রাইকারের। এমনকি সুনীল ছেত্রীরও না।
মনবীর নিয়ে হাবাসের মন্তব্যের সঙ্গে একমত আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেন, প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী আর প্রাক্তন তারকা দেবজিৎ ঘোষ। সঞ্জয় সেন বলছেন, “মনবীরের গোল পাওয়া ভারতীয় ফুটবলের জন্য ভাল বিজ্ঞাপন। তাছাড়া ও যতটা সুযোগ পেয়েছে, সদব্যবহার করেছে।”
লাল-হলুদ জার্সিতে এখনও ঝলক দেখাতে ব্যর্থ জেজে-বলবন্ত। সেরা ফর্মের ধারে কাছে দেখতে পাওয়া যাচ্ছে না দুই ভারতীয় স্ট্রাইকারকে। চলতি আইএসএলের প্রথম কয়েকটা ম্যাচে সাদামাঠা লেগেছে সুনীলকেও। এই অবস্থায় সবুজ-মেরুন জার্সিতে উজ্জ্বল মনবীর। মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছেন, “ফর্মের বিচারে মনবীরই এই মুহুর্তে সেরা। পাঞ্জাবি স্ট্রাইকার পরবর্তী সুনীল হতে পারবে কিনা, তা সময় বলবে।”
আরও পড়ুন:এগিয়ে গিয়েও জয় অধরা এটিকে মোহনবাগানের
এফসি গোয়া থেকে নতুন মরসুমে এটিকে মোহনবাগানে যোগ দেন মনবীর। গত মরসুমে গোয়ার হয়ে দুই গোল করেছিলেন তরুণ স্ট্রাইকার। আর এবার পাঁচ ম্যাচেই ২ গোল। আর এক প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ বলছেন, “বড় স্ট্রাইকার হওয়ার সব গুণ আছে মনবীরের। আগের থেকে অনেক উন্নতি করেছে। দু পায়ে শুটিং রয়েছে, বল কন্ট্রোল ভাল, দায়িত্ব নিতে পারে, বল পায়ে পজিটিভ চিন্তাভাবনা করে।”
লাল-হলুদের হয়ে আসিয়ান জেতা দেবজিৎ মনে করেন, হাবাসের ভরসা আর প্রশংসা আরও আত্মবিশ্বাস যোগাবে মনবীরকে।