এগিয়ে গিয়েও জয় অধরা এটিকে মোহনবাগানের

৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দু নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান।

এগিয়ে গিয়েও জয় অধরা এটিকে মোহনবাগানের
এটিকে মোহনবাগানের হয়ে গোল মনবীর সিংয়ের। ছবি-আইএসএল।
Follow Us:
| Updated on: Dec 11, 2020 | 11:04 PM

TV9 বাংলা ডিজিটাল: ফের ছন্দপতন। এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ এটিকে মোহনবাগান। সেটপিসে গোল হজমের রোগ সারল না হায়দরাবাদ ম্যাচেও। ১-১ গোলে অমীমাংসিতভাবেই শেষ হল এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফ সি ম্যাচ। আইএসএলে অপরাজিত থাকার রেকর্ড অব্যাহত রাখল দক্ষিণের দলটি।

জামশেদপুর ম্যাচের দলে জোড়া পরিবর্তন করে প্রথম একাদশ সাজিয়েছিলেন হাবাস। রয় কৃষ্ণার সঙ্গে শুরু থেকেই খেলেন ডার্বির গোলদাতা মনবীর সিং। অন্যদিকে মাত্র ২ বিদেশি নিয়ে দল সাজিয়েছিল হায়দরাবাদ। ম্যাচের প্রথমার্ধটা ছিল সবুজ-মেরুনের। বিপক্ষ ডিফেন্সে একের পর এক আক্রমন তুলে আনছিল হাবাসের দল। কিন্তু কিছুতেই পরাস্ত করা যায়নি সুব্রত পালকে। অন্তত দুটো ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচান বাঙালি গোলকিপার। না হলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন শিবির।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমনাত্মক ছকে হাঁটেন হাবাস। ইনমানের জায়গায় নামিয়ে দেন ডেভিড উইলিয়ামসকে। ৫৪ মিনিটে গোলও পেয়ে যায় এটিকে মোহনবাগান। কার্যত একক দক্ষতায় দুরন্ত গোল করে বাগানকে লিড এনে দেন মনবীর সিং। তবে ১০ মিনিটের মধ্যেই হিরো থেকে কার্যত ভিলেন হয়ে যান পঞ্জাবি স্ট্রাইকার। নিজেদের বক্সে নিখিল পূজারিকে ফেলে দিলে পেনাল্টি পায় হায়দরাবাদ। গোল করতে ভুল করেননি জোয়াও ভিক্টর।

আরও পড়ুন:অবসরের ভাবনা ‘বদল’ লিয়েন্ডারের

জয়েশ রানে,শুভাশিস বোসদের নামিয়েও আর গোলের মুখ খুলতে পারেননি হাবাস। প্রথমে তিন ম্যাচে জয়ের পর,পরের ২ ম্যাচে ৫ পয়েন্ট নষ্ট। এটিকে মোহনবাগানের ছন্দপতনের কারণ কি ? প্রাক্তন ফুটবলাররা বলছেন,প্রতিপক্ষ দল যখনই চার ব্যাকে খেলবে,তখন সমস্যায় পড়তে হবে হাবাসের স্ট্র্যাটেজিকে।