TV9 বাংলা ডিজিটাল: বিশ্বের সেরা ফুটবলারের লড়াইয়ে ফের একবার মেসি(MESSI) আর রোনাল্ডো(RONALDO)। বিশ্বফুটবলের দুই সেরা তারকাকে চ্যালেঞ্জ বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার-দ্য বেস্টের জন্য এই তিনজনের বাছাই তালিকা প্রকাশ করেছে বিশ্বফুটবলের সর্বময় সংস্থা ফিফা(FIFA)।
জাতীয় দলের কোচ,অধিনায়ক,সাংবাদিক আর ফ্যানেদের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় বর্ষসেরা ফুটবলার। ইতিমধ্যেই ভোটিং শেষ হয়েছে। বৃহস্পতিবার জানা যাবে বিশ্বের সেরা ফুটবলারের শিরোপা উঠতে চলেছে কার মাথায়।
? Introducing the finalists for The Best FIFA Men’s Player 2020 ?
?? @Cristiano
?? @lewy_official
?? Lionel Messi#TheBest | #FIFAFootballAwards pic.twitter.com/II15QxBxG4— FIFA.com (@FIFAcom) December 11, 2020
গত মরসুমটা স্বপ্নের মত গেছে বায়ার্নের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির। মরসুম জুড়ে ৫৫ গোল করেছিলেন পোলিশ স্ট্রাইকার। যার মধ্যে বুন্দেশলিগাতেই ছিল ৩৪ গোল। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ,বুন্দেশলিগা ছাড়াও জিতেছেন জার্মান কাপ আর উয়েফা সুপার কাপ। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এই বছর বর্ষসেরা পুরস্কার জেতার জন্য লেওয়ানডস্কিই যোগ্যতম ফুটবলার।
আরও পড়ুন: জন্মদিনে কৃষকদের সমর্থনে পোস্ট যুবরাজের
জুভেন্টাসের হয়ে ইতালীয় লিগে রোনাল্ডোর গোল ছিল ৩১টা। অন্যদিকে লা লিগায় মেসি গোল করেছিলেন ২৫টা। ২০০৮ সাল থেকে ফিফা পুরস্কারে মেসি-রোনাল্ডোরই দাপট। মেসি বর্ষসেরা পুরস্কার জিতেছেন ৬ বার। অন্যদিকে রোনাল্ডো জিতেছেন ৫ বার। ব্যতিক্রম হয়েছিল শুধু ২০১৮ সালে। মেসি-রোনাল্ডোকে টেক্কা দিয়ে বাজিমাত করেছিলেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। এই বছরেও কি বিশ্ব ফুটবলের দুই সেরা তারকাকে টেক্কা দিয়ে সেরার পুরস্কার জিতবেন লেওয়ানডস্কি। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার রাত পর্যন্ত।