জন্মদিনে কৃষকদের সমর্থনে পোস্ট যুবরাজের
কৃষক আন্দোলনের দ্রুত সমাধান চাইছেন তিনি। কিন্তু কোনও ভাবেই বাবা যোগরাজের বক্তব্যকে সমর্থন করছেন না যুবরাজ সিং।
TV9 বাংলা ডিজিটাল – আজ তাঁর জন্মদিন (birthday)। কিন্তু এবার সেলিবিব্রেশন করতে মন চাইছে না যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। জন্মদিন পালনের থেকেও যুবরাজ অনেক বেশি ভাবছেন দেশের কৃষক (farmers) আন্দোলন নিয়ে। তাই জন্মদিনে কৃষক সমস্যার দ্রুত সমাধান চান যুবরাজ। একই সঙ্গে বাবা যোগরাজ সিংয়ের করা মন্তব্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছন তিনি।
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
টুইট বার্তায় যুবরাজ লিখেছেন, ‘কোনও সন্দেহ নেই, কৃষকরাই দেশের প্রাণশক্তি। জন্মদিন নিজের ইচ্ছে পূরণের একটা দিন। তবে এবার আমি সেলিব্রেট করতে চাই না। বরং আমার প্রার্থনা, আলোচনার মাধ্যমে দেশের কৃষক ও সরকারের মধ্যে তৈরি হওয়া জটিলতা শান্তিপূর্ণ ভাবে মিটে যাক।’
আরও পড়ুন – অবসরের ভাবনা ‘বদল’ লিয়েন্ডারের
কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি, বাবা যোগরাজ সিংয়ের মন্তব্য নিয়েও এদিন মুখ খোলেন যুবরাজ। কৃষক আন্দোলনের সমর্থনে একাধিক ক্রীড়াবিদ তাঁদের রাষ্ট্রীয় সম্মান ফেরত দিতে চেয়েছেন। এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন যোগরাজ। কিন্তু এই প্রতিবাদকে কোনও ভাবেই সমর্থন করতে রাজি নন যুবরাজ। বলেছেন বাবার মন্তব্যে তিনি দুঃখিত।