ভুবনেশ্বর : হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় ভারতের। ভুবনেশ্বরে এ দিন ভানুয়াতুকে ১-০ গোলে হারাল ভারতীয় ফুটবল দল। শেষ মুহূর্তে জয়সূচক গোল ক্যাপ্টেন সুনীল ছেত্রীর। গোলের সেলিব্রেশনে দিলেন সুখবর। শীঘ্রই বাবা হতে চলেছেন ভারতীয় ফুটবলের আইকন। দেশের হয়ে কেরিয়ারের ৮৬তম গোল করলেন সুনীল। এরপরই অভিনব সেলিব্রেশন করেন সুনীল। স্ট্যান্ডে উপস্থিত ছিলেন স্ত্রী সোনম। দেশের কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যর কন্যা সোনম। পরিবারে সুন্দর একটা মুহূর্ত আসতে চলেছে। গোল করেই স্ত্রী-য়ের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ জাতীয় দলের অধিনায়কের। সঙ্গে সুখবর পেল গোটা দেশ। ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে দেশকে জেতালেন। তাঁর সুখবরে এই জয়ের আনন্দ আরও অনেকটা বেড়ে গেল। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
জয় দিয়েই হিরো কন্টিনেন্টাল কাপ শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে গোল করেছিলেন সাহাল আব্দুল সামাদ ও ছাংতে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ভানুয়াতুকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল লেবানন। প্রথম ম্যাচ জিতেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ছিল ভারত। এ দিন প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লেবানন ও মঙ্গোলিয়া। ম্যাচটি অমীমাংসিত থাকে। দিনের দ্বিতীয় ম্যাচে ভানুয়াতুকে ১-০ ব্যবধানে হারাল ভারত। টুর্নামেন্টের ফাইনালও নিশ্চিত হল।
.@chetrisunil11‘s left footed finish takes the #BlueTigers ? to the #HeroIntercontinentalCup ? FINAL ??#VANIND ⚔️ #IndianFootball ⚽️ pic.twitter.com/1n081IsM4I
— Indian Football Team (@IndianFootball) June 12, 2023
আরও এক বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য ভারতের। এর আগে ২০১৮ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালের আগে গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে লেবাননের বিরুদ্ধে। ১৫ তারিখ সেই ম্যাচ ফাইনালের প্রস্তুতিও বলা যায়। হেড কোচ ইগর স্টিমাচ প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে নামাচ্ছেন। সেই ম্যাচেও প্লেয়ার রোটেশন হতে পারে। নতুনদের দেখে নেওয়ার সেরা সুযোগ থাকছে।
.@chetrisunil11 had a very special message for #IndianFootball ?⚽️?#HeroIntercontinentalCup ? #VANIND ⚔️ #BlueTigers ? pic.twitter.com/NTFEPHQCzY
— Indian Football Team (@IndianFootball) June 12, 2023
সোমবারের ম্যাচের অবশ্য সেরা মুহূর্ত হয়ে থাকল অধিনায়কের বাঁ পায়ের অনবদ্য গোল এবং সেলিব্রেশন। ম্যাচ শেষে গোলের সেলিব্রেশন প্রসঙ্গে অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, ‘এ ভাবেই আমরা খবরটা দিতে চেয়েছিলাম। এই গোলটা সোনম এবং আমাদের সন্তানের জন্য। খবরটা সকলকে জানানোর হয়তো অনেক পদ্ধতিই ছিল। আমার মনে হয়েছিল, এটাই সেরা পদ্ধতি। আশা করছি সকলের আশীর্বাদ, শুভকামনা আমাদের সঙ্গে থাকবে।’