কলকাতা : বাংলার ফুটবল প্রেমীদের কাছে সবচেয়ে স্বস্তির খবর, কলকাতা লিগ শুরু হচ্ছে। বাংলা ফুটবল সংস্থার তরফে সরকারি ভাবে এখনও সূচি প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, ২৫ জুন কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধন। প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ডহারবার এফসি। প্রতিপক্ষ সাদার্ন সমিতি। কিশোরভারতী স্টেডিয়ামে হতে পারে কলকাতা লিগের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত থাকতে পারেন রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীরা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও অবাক হওয়ার থাকবে না। কয়েকদিনের মধ্যেই সূচি প্রকাশ করবে আইএফএ। গতকাল রবিবার ছিল আইএফএ-র গভর্নিং কমিটির বিদায়ি সভা। আইএফএর নতুন গভর্নিং বডিতে এলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। কলকাতা লিগের পঞ্চম ডিভিশন ক্লাব বেলেঘাটা বালক বৃন্দের প্রতিনিধি হিসেবে আইএফএর গভর্নিং বডিতে শান্তনু সেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং ক্লাব। লিগে মোহনবাগানকে কোচিং করাবেন বাস্তব রায়। তাঁর তত্ত্বাবধানেই অনুশীলন সাড়ছে মোহনবাগান। লিগ থেকেই নতুন নামে খেলবে সবুজ মেরুন। মোহনবাগান সুপার জায়ান্টস নামে নামছে তারা। কিয়ান নাসিরির মতো বেশ কয়েকজন অবশ্য অনুশীলনে যোগ দেননি এখনও। এ দিন থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিল মহমেডান স্পোর্টিং ক্লাবও।
মহমেডানে স্পনসর নিয়ে প্রাথমিক ভাবে সমস্যা তৈরি হলেও তা মিটে গিয়েছে। বাঙ্কারহিলই থাকছে। ফলে সাদা-কালো শিবির আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে নতুন মরসুমের প্রস্তুতি নিতে পারছে। এখন শুধুই মাঠে নামার অপেক্ষা। তেমনই তথাকথিত ছোট দলগুলিও অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা লিগের জন্য।