EURO 2020 : ইউরোতে ‘চেকমেট’ ডাচরা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 28, 2021 | 12:17 AM

এখনও পর্যন্ত ১১ বার বিভিন্ন পর্যায়ে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র। যার মধ্যে এই নিয়ে ৬ বারই জিতল চেক প্রজাতন্ত্র। ৩ বার নেদারল্যান্ডস। ২০১৫ সালে এই চেক প্রজাতন্ত্রের কাছে ইউরো কোয়ালিফাইংয়ে ২বার হেরে গত ইউরো কাপ খেলা হয়নি উইলডামদের।

EURO 2020 :  ইউরোতে চেকমেট ডাচরা
শেষ আটে পৌঁছানোর পর চেক প্রজাতন্ত্রের উল্লাস

Follow Us

নেদারল্যান্ডস- ০ 

চেক প্রজাতন্ত্র- ২ (হোলস ৬৮’, স্চিক ৮০’)

 

বুদাপেস্টঃপরিসংখ্যান বলছে, চেক প্রজাতন্ত্রের(CZECH REPUBLIC) বিরুদ্ধে একেবারেই আহামরি রেকর্ড নয় নেদারল্যান্ডসের(NETHERLANDS)। বরং যতবারই চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হয়েছে, ম্লান হয়েছে উজ্জ্বল কমলা রং। এবারও অন্যথা হলনা। ইউরোর(EURO 2021) প্রি কোয়ার্টার ফাইনালে ডাচদের (DUTCH)২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র। ফের গোল পেলেন স্চিক(PATRIC SCHICK)।

বিমান বিভ্রাটের জেরে প্রয়োজনীয় অনুশীলন করতে পারেনি চেক ফুটবলাররা। সেক্ষেত্রে বুদাপেস্টে প্রস্তুতির জন্য অনেকটাই সময় পেয়েছিলেন মেমফিস ডিপেরা। তার সঙ্গে এদিন বুদাপেস্টের পুসকাস অ্যারেনার গ্যালারি ছিল কমলা জার্সিতে ভরা।শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল নেদারল্যান্ডস। প্রথম ৫ মিনিটের পরেই ম্যাচের রাশ ধীরে ধীরে নিজের দিকে নিতে থাকে চেক প্রজাতন্ত্র। তবে গোলের সুযোগ তেমন তৈরি করতে পারছিল না দুই দলই। ম্যাচের ৪০ মিনিটে গোলের ভাল সুযোগ পেলেও ব্যর্থ হয় চেকরা। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেমফিস ডিপে গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারেনি নেদারল্যান্ডস। প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধ ছিল ঘটনাবহুল। ৫৪ মিনিটে মালেন যেভাবে সহজ সুযোগ হাতছাড়া করলেন তা দেখে অবাক গ্যালারিতে থাকা ডাচ সমর্থকরা।এরপরেই ঘটল কমলা ব্রিগেডে সবচেয়ে বড় দুর্ঘটনা। স্চিকের বল প্রতিহত করতে গিয়ে হাতে বল লাগে নেদারল্যান্ডসের ডি লিটের। লালকার্ড দেখেন তিনি। ৫৭ মিনিটে ১০জন হয়ে যায় নেদারল্যান্ডস। যার পুরো ফায়দা তুলতে শুরু করে চেক প্রজাতন্ত্র। আক্রমণে গতি বাড়াতে থাকে চেকরা। ম্যাচের ৬৮ মিনিটে কর্নার ফ্ল্য়াগের সামনে থেকে ফ্রিকিক পায় চেক প্রজাতন্ত্র। দুরন্ত সেটপিস। সেখান থেকে সেকেন্ড পোস্টে আসা বলে হেড। বল পৌঁছয় প্রথম পোস্টে থাকা হোলসের কাছে। দ্বিতীয় হেডে গোল করতে ভুল করেননি হোলস।

হোলসের গোল করার সেই মুহূর্ত

১-০ গোলে এগিয়ে যাওয়ার পর শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল ধরে রাখতে ডিফেন্সিভ খেলা নয়। বরং আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৮০ মিনিটে সই হোলসের মাইনাস থেকে দুরন্ত গোল স্চিকের। চলতি ইউরোতে ৪টি গোল হয়ে গেল বায়ার্ন লেভারকুসেনের এই স্ট্রাইকারের।  ২-০ গোলে ম্যাচ জিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁদের নজরকাড়া রেকর্ড অব্যাহত রাখল চেক প্রজাতন্ত্র।

গোলের পর উচ্ছ্বাস স্চিকের

কিছু দল আছে, যাঁরা হেভিওয়েট দলের গাঁট হিসেবেই পরিচিত হয় ফুটবলমহলে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই গাঁট হল চেক প্রজাতন্ত্র। এখনও পর্যন্ত ১১ বার বিভিন্ন পর্যায়ে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র। যার মধ্যে এই নিয়ে ৬ বারই জিতল চেক প্রজাতন্ত্র। ৩ বার নেদারল্যান্ডস। ২০১৫ সালে এই চেক প্রজাতন্ত্রের কাছে ইউরো কোয়ালিফাইংয়ে ২বার হেরে গত ইউরো কাপ খেলা হয়নি উইলডামদের। এবারও সেই চেক প্রজাতন্ত্রের কাছে চেকমেট হয়ে ইউরো অভিযান শেষ হল নেদারল্যান্ডসের।

Next Article