Euro 2020: নকআউটের আগেই ধাক্কা ক্রোট শিবিরে, এনরিকের তুরুপের তাস অল্মো

Jun 27, 2021 | 7:04 PM

চলতি ইউরোয় শুরুতেই ধাক্কা খেয়েছে দুই শিবিরই। তবে শেষ ম্যাচে ছন্দ খুঁজে পেয়েছে দুই দলই।

Euro 2020: নকআউটের আগেই ধাক্কা ক্রোট শিবিরে, এনরিকের তুরুপের তাস অল্মো
শেষ ষোলোয় ফের এক হাইভোল্টেজ ম্যাচ

Follow Us

কোপেনহেগেনে শেষ ষোলোয় ফের এক হাইভোল্টেজ ম্যাচ। চলতি ইউরোয় (Euro Cup) শুরুতেই ধাক্কা খেয়েছে দুই শিবিরই। তবে শেষ ম্যাচে ছন্দ খুঁজে পেয়েছে দুই দলই। স্কটল্যান্ডের বিরুদ্ধে লুকা মদ্রিচের অনবদ্য গোলে ২০১৮ বিশ্বকাপ রানার্স আপদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। অন্যদিকে ছন্দে না থাকা স্পেন (Spain) গত ম্যাচে স্লোভাকিয়াকে ৫ গোলের মালা পরিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে।

কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে ক্রোট শিবিরে দুঃসংবাদ। করোনা সংক্রমিত হওয়ায় ছিটকে গেছেন দলের অন্যতম তারকা ফুটবলার ইভান পেরিসিচ। ক্রোয়েশিয়া (Croatia) ফুটবল দলের পক্ষ থেকেই পেরিসিচের করোনা সংক্রমণের খবর জানান হয়। ১০ দিন আইসোলেশনে থাকতে হবে তাঁকে। চলতি ইউরোয় দুটো গোলও করেছিলেন পেরিসিচ। নকআউট পর্বে তাঁর না থাকা ক্রোট শিবিরে অনেকটাই প্রভাব ফেলবে।

লুই এনরিকের স্পেন ছন্দ খুঁজে পেয়েছে শেষ ম্যাচ থেকে। ক্রোয়েশিয়ার নির্ভরযোগ্য ফুটবলার লুকা মদ্রিচের খেলা বন্ধ করে দিতে চান এনরিকে। এছাড়া ব্রোজোভিচ, ভ্লাসিচ, কোভাসিচকেও নজরবন্দি করার ছক কষছেন স্প্যানিশ কোচ। আলভারো মোরাতার অফ ফর্ম ভাবাচ্ছে স্প্যানিশ আর্মাডাকে। গ্রুপ পর্বে ছন্দে না থাকলেও নক আউটে ফর্ম ফিরে পাওয়ার আশায় মোরাতা।

স্পেন ও ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছে ৮ বার। তার মধ্যে স্পেন জিতেছে ৪ বার। ক্রোয়েশিয়া জিতেছে ৩ বার। ম্যাচ অমীমাংসিত ১ বার। শেষ সাক্ষাত্‍ ২০১৮ উয়েফা নেশনস লিগে। ক্রোয়েশিয়া জেতে ৩-২ গোলে।

স্পেনের পাসিং ফুটবল বন্ধ করতে চান ক্রোট কোচ জ্লাতকো দালিচ। ক্রোটদের বিপক্ষে দানি অল্মোই লুই এনরিকের তুরুপের তাস। ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেভে খেলার সুবাদে অনেকের শক্তি আর দুর্বলতাই ভাল মতো জানেন তিনি। আর সেটাকেই শেষ ষোলোর ম্যাচে কাজে লাগাতে চান এনরিকে।

আরও পড়ুন: Euro 2020: বিমান বিভ্রাটে অনুশীলনই করতে পারল না চেক

Next Article