Euro 2020: বিমান বিভ্রাটে অনুশীলনই করতে পারল না চেক

চলতি ইউরোয় গ্রুপ পর্বে ৩ ম্যাচ জিতেই নক আউটে পৌঁছেছেন ডিপে-ডামফ্রাইস-উইনালডামরা।

Euro 2020: বিমান বিভ্রাটে অনুশীলনই করতে পারল না চেক
Euro 2020: বিমান বিভ্রাটে অনুশীলনই করতে পারল না চেক
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 9:45 AM

গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার জ্বালা এখনও কুঁড়ে কুঁড়ে খায় ডাচদের। নেদারল্যান্ডস মানেই টোটাল ফুটবল। তথাকথিত ট্র্যাডিশন ভেঙে ডাচেদের এখন অন্য স্টাইলে খেলতে দেখা যায়। এই নেদারল্যান্ডস অনেক কমপ্যাক্ট, অনেক ভয়ঙ্কর। রবেন-স্নাইডারদের উত্তরসূরীরা ডাচ ফুটবলের পুরনো গৌরব ফিরিয়ে আনতে চান।

চলতি ইউরোয় গ্রুপ পর্বে ৩ ম্যাচ জিতেই নক আউটে পৌঁছেছেন ডিপে-ডামফ্রাইস-উইনালডামরা। প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের নাম হেভিওয়েট না হলেও, কালাস-শিকদের নিয়ে সতর্ক থাকছেন ফ্র্যাঙ্ক ডি বোয়ের।

নেদারল্যান্ডস ও চেক প্রজাতন্ত্র মুখোমুখি হয়েছে ১১ বার। তার মধ্যে চেক প্রজাতন্ত্র জিতেছে ৫ বার। নেদারল্যান্ডস জিতেছে ৩ বার। ম্যাচ অমীমাংসিত ৩ বার।

শেষ সাক্ষাত্‍ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ – ২০১৫ চেক প্রজাতন্ত্র ৩ নেদারল্যান্ডস ২

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রতিক রেকর্ড মোটেই ভালো নয় ডাচদের। তবে হেড টু হেডে পিছিয়ে থাকলেও এবারের ইউরোয় নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্রের চেয়ে খাতায় কলমে কিছুটা হলেও এগিয়ে। হাঁটুর চোটের জন্য অনিশ্চিত ডাচ মিডফিল্ডার ডি জং। চেক প্রজাতন্ত্রের বোরিল খেলতে পারবেন না নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাশাপাশি চেক প্রজাতন্ত্র বিমান বিভ্রাটের জন্য অনুশীলন করতে পারেনি।

আরও পড়ুন: EURO 2020 : ৮৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে মরিয়া আজুরিবাহিনী