EURO 2020 : ৮৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে মরিয়া আজুরিবাহিনী

আগে ইতালি মানেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত ডিফেন্স। কাতানেচ্চিও সিস্টেমে বিপক্ষকে বোতলবন্দি করত ইতালি। পাওলো মালদিনিরা সেই সিস্টেমকে নিয়ে গিয়েছিলেন এক অন্য মাত্রায়। কিন্তু সেই ডিফেন্সিভ ফুটবলের খোলস ছেড়ে নতুন ইতালিকে বার করে নিয়ে এসেছেন রবার্তো মানচিনি।

EURO 2020 : ৮৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে মরিয়া আজুরিবাহিনী
ইমমোবিলে ও আলাবা-দুই দলের দুই তারকার দিকে থাকবে নজর
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 9:17 AM

প্রিকোয়ার্টার ফাইনাল

ইতালি বনাম অস্ট্রিয়া

(ভারতীয় সময় রাত ১২.৩০টা)

লন্ডনঃ নিজেদের রেকর্ড কি এবার নিজেরা ভাঙতে পারবে ইতালি(ITALY) শনিবার প্রিকোয়ার্টার ফাইনাল লড়াইয়ের আগে সেই রেকর্ডের হাতছানি এবার রবার্তো মানচিনির(ROBERTO MANCINI) দলের সামনে। ইউরো কাপের(EURO 2021) প্রিকোয়ার্টার ফাইনালে যদি অস্ট্রিয়াকে (AUSTRIA)হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ইমমোবিলেরা(Ciro Immobile), তবে নিজেদের দেশের ৮৩ বছরের পুরনো রেকর্ড ভাঙবেন তাঁরা। অস্ট্রিয়ার বিরুদ্ধে কাগজে কলমে ফেভারিট ইতালিই। আর যে রূপকথার দৌড় চলছে, তাতে অঘটন না ঘটলে আজুরিরাই পৌছবে শেষ আটে, মত ফুটবল বিশেষজ্ঞদের।

ITALY WILL FACE AUSTRIA AT PRE QUARTER FINAL

শেষ ৫ ম্যাচে ইতালির পারফরম্যান্স

কি রেকর্ড ভাঙবে মানচিনির ইতালি? ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০টি ম্যাচে অপরাজিত ছিল ইতালি। আর মানচিনির ইতালি এখনও পর্যন্ত অপরাজিত ৩০টি ম্যাচে। গ্রুপ পর্বের ৩টি ম্যাচই জিতেছে ইনসিয়েনেরা। অস্ট্রিয়ার বিরুদ্ধে তাই ম্যাচ জিতে ইতিহাস তৈরি করতে মরিয়া ইতালি। ফুটবলবিশেষজ্ঞদের দাবি, এই ইতালি একেবারে কমপ্যাক্ট। আগে ইতালি মানেই চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত ডিফেন্স। কাতানেচ্চিও সিস্টেমে বিপক্ষকে বোতলবন্দি করত ইতালি। পাওলো মালদিনিরা সেই সিস্টেমকে নিয়ে গিয়েছিলেন এক অন্য মাত্রায়। কিন্তু সেই ডিফেন্সিভ ফুটবলের খোলস ছেড়ে নতুন ইতালিকে বার করে নিয়ে এসেছেন রবার্তো মানচিনি।

ITALY WILL FACE AUSTRIA AT PRE QUARTER FINAL

শেষ ৫ ম্যাচে অস্ট্রিয়ার পারফরম্যান্স

ম্যানচেস্টার সিটির কোচ থাকাকালীন নজর কেড়েছিলেন মানচিনি। আর ইতালির দায়িত্ব নেওয়ার পর দলটাকেই বদলে দিয়েছেন তিনি। সেই ইতালি, যারা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারায় সার্বিকভাবে বিপর্যস্ত। আর এই মানচিনির হাতে পরে ঘুরে দাঁড়ায় নীল জার্সি।২০১৮ সালের সেপ্টেম্বরের পর আর কোনও ম্যাচে হারেনি ইতালি। আর ইউরোর মঞ্চে ইমমোবিলেরা বুঝিয়ে দিচ্ছে , খোলনলচে বদলে গিয়েছে  এই ইতালি। আর অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নামারআগে রবার্তো মানচিনির দাবি, ১৩৫ সালের ইতালির তাঁদের থেকে অনেক এগিয়ে। কারন সেই অপরাজেয় ইতালি জিতেছিল বিশ্বকাপ। অলিম্পিকে জিতেছিল সোনা।  মানচিনি যতই বিনয়ী হোন না কেন, ফুটবলবিশেষজ্ঞরা অবশ্য দাবি করছেন, এই ইতালি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার।

অন্যদিকে অস্ট্রিয়া এই প্রথম ইউরোর প্রিকোয়ার্টার ফাইনালে। এবার শেষ আটে যেতে মরিয়া। তবে প্রতিপক্ষে ইতালি থাকায় তাঁরা যে আন্ডারডগ তা মানতে নারাজ। ৯০ মিনিটের লড়াই। লড়াই হবে সেয়ানে সেয়ানে।