Copa America 2021: কোপার সমালোচনা করায় জরিমানা তিতের

করোনার জন্য কনমেবল-কে (Conmebol) যাঁরাই সমালোচনা করেছেন, তাঁরা পড়লেন আর্থিক শাস্তির মুখে।

Copa America 2021: কোপার সমালোচনা করায় জরিমানা তিতের
Copa America 2021: কোপার সমালোচনা করায় জরিমানা তিতের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2021 | 9:17 AM

রিও দে জেনেইরো: একে করোনা বিদ্ধ টুর্নামেন্ট, তার উপর রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাতেও কোনও হুঁশ নেই কেন দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। আশ্চর্যের হল, এই প্রশ্ন তোলায় জরিমানা হল ব্রাজিল কোচ (Brazil coach) তিতের (Tite)।

এতেই শেষ নয়, করোনার জন্য কনমেবল-কে (Conmebol) যাঁরাই সমালোচনা করেছেন, তাঁরা পড়লেন আর্থিক শাস্তির মুখে। করোনায় বিপর্যস্ত বলিভিয়া টিমের স্ট্রাইকার এই সময় কেন কোপা আয়োজন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর ২০ হাজার ডলার জরিমানা হয়েছে। নির্বাসিত করা হয়েছে একটা ম্যাচে।

কোপা আমেরিকা (Copa America) হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু করোনার কারণে তা হঠাৎই সরানো হয় ব্রাজিলে। যে দেশ করোনায় কার্যত ছাড়খাড় হয়ে গিয়েছে। চূড়ান্ত বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে তিতে এক প্রেস মিটে বলেছিলেন, কেন হঠাৎ টুর্নামেন্ট ব্রাজিলে আয়োজন করা হচ্ছে, সেটাই পরিষ্কার নয় তাঁর কাছে। বরং প্রচুর ধোঁয়াশা থাকছে। সেই অপরাধেই ৫ হাজার ডলার জরিমানা করা হল ব্রাজিল কোচের।

তিতে কেন, ব্রাজিলের ফুটবলাররাও কোপা খেলতে রাজি হচ্ছিলেন না। অতিমারিতে দেশের হাল খারাপ। তার মধ্যে ফুটবল না খেলে মানুষের পাশে দাঁড়ানোর কথাই বলেছিলেন তাঁরা। তিতে এবং তাঁর টিম পরে অবশ্য খেলতে রাজি হয়। গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন নেইমাররা। শুধু তাই নয়, দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল।

আরও পড়ুন: COPA AMERICA2021 : জিতল ব্রাজিল, থাকল ‘বিতর্কিত ‘গোলের কাঁটাও