জামালের শেষ ম্যাচে জয় চায় মহমেডান

Mar 15, 2021 | 2:12 PM

চ্যাম্পিয়নশিপ রাউন্ডে একটিতে হার, একটি ড্র। ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান স্পোর্টিং (Mohammedan sporting)।

জামালের শেষ ম্যাচে জয় চায় মহমেডান
অনুশীলনে মহামেডান।

Follow Us

কলকাতা: খেতাব জয় থেকে অনেক দূরে। বেঁচে রয়েছে একটা ক্ষীণ সম্ভাবনা। সেখানেও যদি-কিন্তুর হিসেব। অনেক জটিল অঙ্কের সমীকরণ। এই অবস্থায় সোমবার কল্যাণীতে আই লিগের হেভিওয়েট ম্যাচে চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) মুখোমুখি হচ্ছে মহমেডান স্পোর্টিং (Mohammedan sporting)। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে একটিতে হার, একটি ড্র। ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান স্পোর্টিং।

রাউন্ডগ্লাস পঞ্জাবের বিরুদ্ধে হাঁটুতে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছেন কিংসলে। চার্চিলের জুনিগা, লুকা ম্যাসেনদের বিরুদ্ধে সাদা-কালো রক্ষণে ভরসা সুজিত সাধু, গুরতেজ সিংরা। লিগের খেতাবি দৌড়ে টিকে থাকতে হলে সোমবার চার্চিলকে হারাতেই হবে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে মহমেডান স্পোর্টিং। সমসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চার্চিল ব্রাদার্স। গত ম্যাচে গোকুলম কেরালা এফসির কাছে ০-৩ গোলে হেরেছে চার্চিল। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চান শঙ্করলাল চক্রবর্তী। রক্ষণের দুর্বলতা বারবারই চোখে পড়েছে। হীরা মণ্ডল, সুজিত সাধুদের সতর্কও রাখছেন সাদা-কালো কোচ। পেড্রো মানজি, জন চিডিদের উপর ভর করেই আক্রমণাত্মক ফুটবল খেলার বার্তা দিলেন শঙ্করলাল।

আরও পড়ুন: মোতেরার ২২ গজে ‘বিতর্ক’ পেল না আইসিসি

এ দিকে সোমবার চার্চিলের বিরুদ্ধে খেলেই দেশে ফিরে যাবেন জামাল ভুঁইয়া। জাতীয় দলের ম্যাচ থাকায় সোমবারই সাদা-কালো জার্সিতে শেষ ম্যাচ খেলবেন বাংলাদেশের অধিনায়ক। মহমেডানের হয়ে শেষ ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান জামাল। দেশে ফেরার আগে ক্লাবের সদস্য, সমর্থক, সতীর্থ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান জামাল ভুইয়াঁ।

Next Article