মোতেরার ২২ গজে ‘বিতর্ক’ পেল না আইসিসি
মোতেরায় (Motera) ভারত-ইংল্যান্ড (India vs England) প্রথম টি-টোয়েন্টির (T-20) উইকেটকেও খুব ভালো রেটিং দিয়েছে আইসিসি (ICC)।
কলকাতা: মোতেরায় (Motera) দু’দিনে শেষ ভারত-ইংল্যান্ড (India vs England) দিন রাতের টেস্ট। নতুন মোতেরার পিচ নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। কটূক্তি থেকে ব্যঙ্গ, কোনও কিছুই বাদ দেয়নি ইংরেজরা। তবে সেই উইকেটে কোনও ক্ষত খুঁজে পেল না আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC) তাদের রিপোর্টে জানিয়েছে, সাধারণ গড়পরতা উইকেট হয়েছিল মোতেরায়।
এ দিনই মোতেরার দিন-রাতের টেস্টের উইকেট নিয়ে রেটিং দিল আইসিসি। সেই রেটিংয়ে দিন-রাতের টেস্ট ম্যাচের উইকেটকে ‘অ্যাভারেজ’ বলল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ঘটনাচক্রে সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের উইকেটকেও গড়পরতা বলেছে আইসিসি। মোতেরায় ভারত-ইংল্যান্ড পিঙ্ক টেস্টের উইকেট গড়পরতা হলেও সিরিজের শেষ টেস্টের উইকেটকে ভালো বলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মোতেরাতেই ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: India vs England 2021, 2nd T20, LIVE Score: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কোহলির
পিঙ্ক টেস্টে ভারতের বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ইংরেজরা। সেই ম্যাচে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারান কোহলিরা। অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে দুটো ইনিংসে ১১২ আর ৮১ রান করে ইংল্যান্ড। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৪৯ রান করেন রোহিতরা। চিপকে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের উইকেটকেও মাঝারি মানের রেটিং দিয়েছে আইসিসি। তবে চিপকে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের উইকেটকে খুব ভালো বলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মোতেরায় ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টির উইকেটকেও খুব ভালো রেটিং দিয়েছে আইসিসি।