দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হরভজন-গীতা
ভারতীয় ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) ও অভিনেত্রী গীতা বসরার (Geeta Basra) পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। দ্বিতীয়বার মা হতে চলেছেন গীতা। নিজের সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় সন্তান আসার খবর জানান গীতা। এই ঘোষণার পর নেট দুনিয়ায় হরভজন-গীতার জন্য শুভেচ্ছা বার্তা উপচে পড়েছে। গীতা পোস্টে লেখেন, "শীঘ্রই আসছে... জুলাই ২০২১।"
Most Read Stories