নয়া দিল্লি : ১৯তম এএফসি এশিয়ান কাপের আয়োজক হওয়ার জন্য এবার আবেদন জানাল এবার ভারত (India)। ভারত এর আগে কখনও এশিয়া কাপ আয়োজন করেনি। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation), ২০২৭ এশিয়ান কাপের (Asian Cup 2027) আয়োজক হওয়ার জন্য আবেদন করেছে। এশিয়ান ফুটবল কাউন্সিলের পক্ষ থেকে আয়োজকের নাম জানানো হবে আগামী বছর। ভারত ছাড়াও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আবেদন করেছে কাতার, ইরান, সৌদি আরব এবং উজবেকিস্তান।
#BlueTigers ? stars laud India’s ‘exciting’ @afcasiancup 2027 bid ?
Read ? https://t.co/1nWbA1qxtU#India2027 ?? #BrighterFutureTogether ? #IndianFootballForwardTogether ? #IndianFootball ⚽ pic.twitter.com/R4KSysjFfU
— Indian Football Team (@IndianFootball) December 18, 2020
জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chetri) আশাবাদী যে, ভারত ১৯তম এশিয়ান কাপের আয়োজক হতে পারবে। তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে শুভেচ্ছাও জানিয়েছেন। সুনীল জানান, ভারত এইরকম একটা বড় মাপের টুর্নামেন্টের আয়োজক হতে পারলে, ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছেও এটা সেরা উপহার হবে।
Captain @chetrisunil11 talks about the #AFCAsianCup2027 bid and why it has the potential to be gamechanger for football in India and in Asia. #BrighterFutureTogether #IndianFootballForwardTogether @theafcdotcom pic.twitter.com/bBD4Qz22gt
— Indian Football Team (@IndianFootball) December 18, 2020
ভারতের হয়ে ২০১১ ও ২০১৯ সালে এশিয়ান কাপে অংশগ্রহনকারী ছেত্রী বলেন, “আমরা এর আগে ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ আয়োজন করেছিলাম। যা দারুন সফল হয়েছিল। আমরা ২০২২ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ এবং এএফসি মহিলা এশিয়ান কাপ আয়োজন করব। যার অপেক্ষায় রয়েছি।”
জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল বলেছেন, “ভারত গ্লোবাল ফুটবল ডেস্টিনেশন হওয়ার জন্য তৈরি।” তাঁর মতে, বিগত কয়েক বছরে ভারতীয় ফুটবলের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। ভারত এএফসি এশিয়ান কাপ আয়োজন করার জন্য প্রস্তুত।