TV9বাংলা ডিজিটাল: করোনার (COVID-19) ধাক্কায় এবার বাতিল ইউরো (Euros) কাপ। বাতিল হল পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব-১৭ (2021 U-17) ইউরো। শুক্রবার উয়েফা (UEFA) জানিয়েছে, করোনা মহামারির কারণে ২০২১ সালের পুরুষ ও মহিলাদের অনূর্ধ্ব-১৭ ইউরোপীয়ান চ্যাম্পিয়ানশিপ বাতিল করতে হচ্ছে। উয়েফার ৫৫ জন সদস্য এবং সংস্থার এক্সিকিউটিভ কমিটির সঙ্গে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের জুনে ইউরো ২০২০ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনার দাপটে উয়েফা টুর্নামেন্টটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী বছরের ১১ই জুন থেকে হবে ইউরো কাপ। উয়েফা তাঁদের বিবৃতিতে জানিয়েছে, পুরুষদের অনূর্ধ্ব-১৯ ইউরো আগামী বছরের জুলাইয়ে রোমানিয়ায় হবে। মহিলাদের অনূর্ধ্ব-১৯ ইউরো বেলারুশে হবে।
An update on UEFA 2020/21 national team youth competitions due to the #COVID19 situation:#U19EURO and #U19WEURO to go ahead with finals in Romania and Belarus as planned.#U17EURO and #U17WEURO cancelled.
Full details: ?
— UEFA (@UEFA) December 18, 2020
ইউরোপীয় ফুটবল পরিচালন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, “উয়েফা প্রতিনিয়ত করোনা পরিস্থিতির ওপর নজর রাখছে। আলোচনা চলছে সদস্য দেশগুলির সঙ্গে। সব দিক বিবেচনা করেই উয়েফা ২০২০-২১ একাধিক ইউথ টুর্নামেন্ট বাতিল বা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”