TV9 বাংলা ডিজিটাল: উচ্চতা মাত্র ১৭০ সেন্টিমিটার। আর তাতেই হেডে কামাল দেখাচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার রাতে হরমনজ্যোৎ সিং খাবরার ক্রশ থেকে সুনীলের হেড নিয়ে আলোচনা সর্বত্র। অনেকটা লাফিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে ছাপিয়ে নিঁখুত নিশানায় বল রাখেন বেঙ্গালুরু অধিনায়ক। ২০১৭-১৮ মরসুমে আইএসএলে অভিষেক হয় বেঙ্গালুরুর। তারপর থেকে হেডে ১১ গোল করেছেন ভারতীয় ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক। হেডে এত গোল আইএসএলে আর কারও নেই।
দারুণ স্পট জাম্পের জন্য হেড গোল করতে সিদ্ধহস্ত সুনীল ছেত্রীকে দেখে উচ্ছ্বসিত প্রাক্তন তারকা স্ট্রাইকার শিশির ঘোষ। একদা হেডে ময়দান মাতানো বাঙালি স্ট্রাইকার বলছেন, “হেডে টাইমিংটাই আসল। দীর্ঘদেহী না হওয়া সত্বেও সুনীল সেটা দিনের পর দিন করে আসছে।”
এত কম উচ্চতা নিয়েও সুনীলের হেডে গোল করার রহস্য ফাঁস করছেন আর এক প্রাক্তন ডিফেন্ডার দেবজিৎ ঘোষ। আসিয়ান জয়ী তারকার মতে, “বুদ্ধিদীপ্ত আর বল সম্পর্কে অনুমান ক্ষমতা দিয়েই বাজিমাত করছে সুনীল।” বেঙ্গালুরু স্ট্রাইকারের হেডের টাইমিং আর স্পট জাম্পের প্রশংসায় দীপেন্দু বিশ্বাসও।
আরও পড়ুন: র্যাশফোর্ডের জোড়া গোল, জয় ম্যাঞ্চেস্টারের
বৃহস্পতিবার আইএসএলে আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলেন সুনীল ছেত্রী। প্রথম ভারতীয় হিসাবে ৫০টা গোলে নিজের অবদান রাখলেন বেঙ্গালুরু স্ট্রাইকার। যার মধ্যে নিজে ৪২টা গোল করেছেন আর ৮টা গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন। সুনীলের আগে আছেন শুধু এফ সি গোয়াতে খেলে যাওয়া স্প্যানিশ স্ট্রাইকার ফেরান কোরোমিনাস। ৪৮ টা গোল করার পাশাপাশি ১৬টা অ্যাসিস্ট রয়েছে তাঁর।
TV9 বাংলা ডিজিটাল: উচ্চতা মাত্র ১৭০ সেন্টিমিটার। আর তাতেই হেডে কামাল দেখাচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। বৃহস্পতিবার রাতে হরমনজ্যোৎ সিং খাবরার ক্রশ থেকে সুনীলের হেড নিয়ে আলোচনা সর্বত্র। অনেকটা লাফিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে ছাপিয়ে নিঁখুত নিশানায় বল রাখেন বেঙ্গালুরু অধিনায়ক। ২০১৭-১৮ মরসুমে আইএসএলে অভিষেক হয় বেঙ্গালুরুর। তারপর থেকে হেডে ১১ গোল করেছেন ভারতীয় ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক। হেডে এত গোল আইএসএলে আর কারও নেই।
দারুণ স্পট জাম্পের জন্য হেড গোল করতে সিদ্ধহস্ত সুনীল ছেত্রীকে দেখে উচ্ছ্বসিত প্রাক্তন তারকা স্ট্রাইকার শিশির ঘোষ। একদা হেডে ময়দান মাতানো বাঙালি স্ট্রাইকার বলছেন, “হেডে টাইমিংটাই আসল। দীর্ঘদেহী না হওয়া সত্বেও সুনীল সেটা দিনের পর দিন করে আসছে।”
এত কম উচ্চতা নিয়েও সুনীলের হেডে গোল করার রহস্য ফাঁস করছেন আর এক প্রাক্তন ডিফেন্ডার দেবজিৎ ঘোষ। আসিয়ান জয়ী তারকার মতে, “বুদ্ধিদীপ্ত আর বল সম্পর্কে অনুমান ক্ষমতা দিয়েই বাজিমাত করছে সুনীল।” বেঙ্গালুরু স্ট্রাইকারের হেডের টাইমিং আর স্পট জাম্পের প্রশংসায় দীপেন্দু বিশ্বাসও।
আরও পড়ুন: র্যাশফোর্ডের জোড়া গোল, জয় ম্যাঞ্চেস্টারের
বৃহস্পতিবার আইএসএলে আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলেন সুনীল ছেত্রী। প্রথম ভারতীয় হিসাবে ৫০টা গোলে নিজের অবদান রাখলেন বেঙ্গালুরু স্ট্রাইকার। যার মধ্যে নিজে ৪২টা গোল করেছেন আর ৮টা গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন। সুনীলের আগে আছেন শুধু এফ সি গোয়াতে খেলে যাওয়া স্প্যানিশ স্ট্রাইকার ফেরান কোরোমিনাস। ৪৮ টা গোল করার পাশাপাশি ১৬টা অ্যাসিস্ট রয়েছে তাঁর।