র‍্যাশফোর্ডের জোড়া গোল, জয় ম্যাঞ্চেস্টারের

Dec 18, 2020 | 5:43 PM

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে (Premier League) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ৩-২ গোলে হারাল শেফিল্ড ইউনাইটেডকে (Sheffield United) । ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে স্লোকজারের দল।

1 / 5
 ৭ মিনিটে শেফিল্ড ইউনাইটেডকে এগিয়ে দেন ডেভিড ম্যাকগোল্ডরিক।

৭ মিনিটে শেফিল্ড ইউনাইটেডকে এগিয়ে দেন ডেভিড ম্যাকগোল্ডরিক।

2 / 5
২৬ মিনিটে খেলায় সমতা ফেরালেন র‍্যাশফোর্ড। ৫১ মিনিটে দ্বিতীয় গোল তার।

২৬ মিনিটে খেলায় সমতা ফেরালেন র‍্যাশফোর্ড। ৫১ মিনিটে দ্বিতীয় গোল তার।

3 / 5
রেড ডেভিলসদের হয়ে আরেকটি গোল করেন অ্যান্তোনিও মার্শাল।

রেড ডেভিলসদের হয়ে আরেকটি গোল করেন অ্যান্তোনিও মার্শাল।

4 / 5
৮৭ মিনিটে  ম্যাকগোল্ডরিক শেফিল্ডের হয়ে আরেকটি গোল করলেও ম্যাচ জেতাততে পারেননি।

৮৭ মিনিটে ম্যাকগোল্ডরিক শেফিল্ডের হয়ে আরেকটি গোল করলেও ম্যাচ জেতাততে পারেননি।

5 / 5
রবিবার ইপিএলের ম্যাচে  লিডস ইউনাইটেডের মুখোমুখি ম্যাঞ্চেস্টার।

রবিবার ইপিএলের ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি ম্যাঞ্চেস্টার।

Next Photo Gallery