সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 18, 2020 | 5:43 PM
৭ মিনিটে শেফিল্ড ইউনাইটেডকে এগিয়ে দেন ডেভিড ম্যাকগোল্ডরিক।
২৬ মিনিটে খেলায় সমতা ফেরালেন র্যাশফোর্ড। ৫১ মিনিটে দ্বিতীয় গোল তার।
রেড ডেভিলসদের হয়ে আরেকটি গোল করেন অ্যান্তোনিও মার্শাল।
৮৭ মিনিটে ম্যাকগোল্ডরিক শেফিল্ডের হয়ে আরেকটি গোল করলেও ম্যাচ জেতাততে পারেননি।
রবিবার ইপিএলের ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি ম্যাঞ্চেস্টার।