AFC Asian Cup Qualifier: সুনীলের জোড়া গোলে জিতল ভারত

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 09, 2022 | 2:39 AM

কথা রাখলেন অধিনায়ক।

AFC Asian Cup Qualifier: সুনীলের জোড়া গোলে জিতল ভারত
জোড়া গোলের নায়ক অধিনায়ক সুনীল ছেত্রী
Image Credit source: Indian Football Team Twitter

Follow Us

কলকাতা: এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতার্জন পর্ব জয় দিয়ে শুরু করল ভারত (India)। কম্বোডিয়াকে (Cambodia) ২-০ ব্যবধানে হারাল ভারত। দুটি গোলই করলেন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোল। দ্বিতীয় গোল সুনীলের অনবদ্য হেডে। তিন বছর পর জাতীয় দলের খেলা দেখার সুযোগ। মাঠ ভরিয়েছিলেন কলকাতার ফুটবল (Football) অনুরাগীরা। ম্যাচের শুরুতে আয়োজনের দিক থেকে কিছু ত্রুটি থাকলেও, সব ঢাকা পড়ল ভারতের দাপুটে পারফরম্যান্সে। যুবভারতীতে যাবতীয় আলো কাড়লেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতায় পৌঁছানো এবং প্রস্তুতি শুরুর পর থেকেই অধিনায়ক কথা দিয়েছিলেন, সর্বস্ব দেবেন। সমর্থকরা যেন হাসি মুখে, ভালো ফুটবলের তৃপ্তি নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন সেই চেষ্টা করবেন। জোড়া গোল করে দেশকে জিতিয়ে কথা রাখলেন অধিনায়ক, ম্যাচের নায়ক সুনীল ছেত্রী।

কলকাতা এবং ফুটবল, সমার্থক। যুবভারতীর গ্যালারি আরও একবার বুঝিয়ে দিল। গত কয়েকদিন থেকেই ফুটবলের মেজাজে ছিল কলকাতা। ঘরের ছেলে প্রীতম কোটাল, ময়দানে দীর্ঘ সময় খেলা এবং কলকাতার জামাই সুনীল ছেত্রী, এটিকে মোহনবাগানের লিস্টন কোলাসোরা ভিডিও বার্তায় সমর্থকদের অনুরোধ করেছেন, এই তিন ম্যাচে তারা যেন গ্যালারি থেকে উৎসাহ দেন। সমর্থকরাও নিরাশ করেননি। তেরঙায় সেজেছে গ্যালারি। ভারতীয় দলের দ্বাদশ ব্যক্তির ভূমিকা পালন করেছেন। সমর্থকদের পাশে পেয়ে ফুটবলারও বাড়তি তাগিদ নিয়ে নেমেছিলেন। ম্যাচের শুরু থেকে শেষ, ভারতেরই দাপট। সব নিখুঁত হলে ভারতের জয়ের ব্যবধান আরও বেশি হতে পারতো।

ম্যাচের মাত্র ১২ মিনিটেই এগিয়ে যায় ভারত। লিস্টন কোলাসোর দৌড় থামাতে ব্যর্থ কম্বোডিয়া রক্ষণভাগ। বক্সের মধ্যে মরিয়াভাবে তাঁকে আটকানোর চেষ্টা করেন। রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি। ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার সুনীল ছেত্রীই দায়িত্ব নেন। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়ছিল না। অবশেষে ৫৯ মিনিটে ব্যবধান বাড়ল। এবারও সুনীল ছেত্রীই। ব্র্যান্ডনের ক্রসে হেডে অনবদ্য গোল সুনীলের। আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোল সংখ্যা হল ৮২। সামনে জোড়া ম্যাচ। আর দুটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেন্স পুসকাসকে।  ম্যাচের ৬৫ মিনিটে মাঠ ছাড়েন অধিনায়ক। দাঁড়িয়ে অভিবাদন জানায় গ্যালারি। জ্বলে ওঠে হাজারো ফোনের ফ্লাশলাইট। ম্যাচে দলকে যিনি জয়ের আলো দেখিয়েছেন, এটুকু তাঁর প্রাপ্যই। সমর্থকরা যেন বার্তা দিলেন, পরের ম্যাচ দুটিতেও দেখা হবে ক্যাপ্টেন।

Next Article