কলকাতা: সপ্তাহের মাঝে ম্যাচ। খেলা শুরু আবার রাত সাড়ে আটটায়। তবে ফুটবল পাগল বাঙালির কাছে এ সব তুচ্ছ। যুবভারতীতে ভারত কম্বোডিয়া ম্যাচে হাজির ২৭ হাজার দর্শক। সুনীলের ম্যাজিক দেখে হাসি মুখেই ছাড়লেন সমর্থকরা। জোড়া গোলে ম্যাচের নায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে কম্বোডিয়ার বিরুদ্ধে মাঠে রং ছড়ালেন সুরেশ আর রোশন। রক্ষণে দলকে ভরসা জোগালেন আনোয়ার আলি। এই তিন ফুটবলারের ভূয়ষী প্রশংসা শোনা গেল কোচ ইগর স্টিম্যাচের মুখে। ক্যাপ্টেন সুনীল ছেত্রীও প্রশংসা করলেন রোশন আর সুরেশের। মাঠ ছেড়ে বেরোনোর সময়ও সুনীলকে একঝলক দেখার অপেক্ষায় যুবভারতী।
খেলার পর ভারত অধিনায়ক বললেন, ‘অনেকদিন বাদে যুবভারতীতে গোল করে সত্যি খুব ভালো লাগছে। আসলে কলকাতার ফুটবলপ্রেমীরা এরকমই। যে ম্যাচই হোক না কেন, উন্মাদনা ছড়িয়ে পড়ে।’ একই সঙ্গে বলে গেলেন, ‘সমর্থকদের বলব, শনিবার মাঠে আসুন। আমাদের পার্টিতে মেতে উঠুন।’ শনিবার ভারত-আফগানিস্তান ম্যাচের উন্মাদনা যে এখন থেকেই কয়েকগুন বেড়ে গেল তা বলার অপেক্ষা রাখে না।
ফলাফল আরও বাড়তে পারত। গরম আর আর্দ্রতায় ফুটবলাররাও ক্লান্ত হয়ে পড়ে। তবে এখনও ভারতীয় দলের ফ্যাক্টর সেই সুনীলই।
দেখতে দেখতে আন্তর্জাতিক ফুটবলে ৮২ গোল করে ফেললেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক বলছেন, ‘কখনও ভাবিনি এই জায়গায় পৌঁছব। যখন কেরিয়ার শুরু করি, তখন অনেক মোটা ছিলাম। অনেক ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে এই সাফল্য।’
ভারত ২-০ জিতলেও খুশি নন কোচ ইগর স্টিম্যাচ। তিনি বলছেন, ‘৪-০ রেজাল্ট হওয়া উচিত ছিল। তাহলে আমি খুশি হতাম।’ সুনীল ছেত্রী ছাড়া বাকিরা গোল পাচ্ছেন না। সেটাও ভাবাচ্ছে কোচকে। স্টিম্যাচ বলছেন, ‘সুনীলকে ৬৮ মিনিটে তুলে নেওয়ার একটাই কারণ ছিল। ওকে ছাড়া দল কেমন খেলে সেটা পরীক্ষার জরুরি ছিল। আশিক, সাহাল, মনবীররা গোল করলে ভালো লাগত।’
এ দিকে হংকংয়ের কাছে হেরেও ভারতকে হুঙ্কার দিয়ে রেখেছেন আফগানিস্তানের কোচ। আনাউশ দাস্তগির বলেছেন, ‘গত দুটো সাক্ষাতে ভারতের ভাগ্য ভালো ছিল। তাই ওরা হারেনি।’ যা শুনে স্টিম্যাচ বলছেন, ‘উনি আজকে আমাদের ম্যাচটা হয়তো দেখে থাকবেন। নাহলে, পরের দিন সামনে থেকে দেখে নেবেন।’ শনিবারের ম্যাচে এখন থেকেই ঠোকাঠুকি লেগে গেল।